২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

‘শাসকগোষ্ঠিই ভাসানীকে প্রতিপক্ষ মনে করেছে’

‘শাসকগোষ্ঠিই ভাসানীকে প্রতিপক্ষ মনে করেছে’ - সংগৃহীত

গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ বলেছেন, মওলানা ভাসানীর মত ত্যাগী, সৎ, সাহসী একজন নেতার অভাব জাতি ভীষণভাবে অনুভব করছে। বর্তমান সময়ে ভাসানীর মত নেতার বড়ই প্রয়োজন। দুঃখের বিষয় সকল শাসকগোষ্ঠিই মওলানা ভাসানীকে প্রতিপক্ষ মনে করেছে। তাকে যথাযথ মূল্যায়ন করেনি। তার জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে যাতে প্রচারিত না হয় কৌশলে সেই ব্যবস্থা করেছে।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তারা একথা বলেন। তারা মওলানা ভাসানীর জীবনাদর্শ অনুসরণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলের প্রতি আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক এম.এ সামাদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, সমতা পার্টির সভাপতি ফরহাদ চৌধুরী এবং শ্রমিক পার্টির সভাপতি ফেরদৌস আহমেদ, মোস্তফা আল খালিদ, আবদুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম, কমরেড মাসুদ, জয় প্রমুখ।


আরো সংবাদ



premium cement