১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শ্রীলংকার পার্লামেন্টে হাতাহাতি

শ্রীলংকার পার্লামেন্টে হাতাহাতি - ছবি : সংগৃহীত

শ্রীলংকার পার্লামেন্টে বৃহস্পতিবার ব্যাপক হৈ হট্টগোল ও বিশৃঙ্খলা হয়েছে। পার্লামেন্ট সদস্যরা পরস্পরের দিকে ঘুষি এবং প্রজেক্টাইল ছুঁড়ে মেরেছে।
প্রেসিডেন্ট মনোনীত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোটের এক দিন পর এই ঘটনা ঘটল। ভোটে রাজাপাকসে হেরে যান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
পার্লামেন্টের এক কর্মকর্তা বলেন, ‘কে কাকে আঘাত করেছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব নয়। বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। তবে তা গুরুতর নয়।’
তিনি আরো বলেন, ‘স্পিকার পার্লামেন্ট অধিবেশন সাময়িক স্থগিত করেছেন।’

একজন পার্লামেন্ট সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে ২৬ অক্টোবর দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে তার স্থলাভিষিক্ত করেন।
রনিল প্রেসিডেন্টের সিদ্ধান্ত মেনে নেননি। ফলে প্রায় তিন সপ্তাহ ধরে শ্রীলংকায় রাজনৈতিক সংকট চলছে।
এরপর সিরিসেনা সংসদ ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন।

যদিও সুপ্রিম কোর্ট চলতি সপ্তাহের গোড়ার দিকে তার এই নিদের্শকে খারিজ করে দিয়েছে।
বুধবার পুনরায় পার্লামেন্ট অধিবেশন বসে এবং আইনপ্রণেতারা রাজাপাকসের মন্ত্রিপরিষদের ওপর অনাস্থা জ্ঞাপন করে। পার্লামেন্টে সদস্যরা সিরিসেনার পদক্ষেপগুলোকে অবৈধ ঘোষণা করে।


আরো সংবাদ



premium cement