১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে গণভবনে ঐক্যফ্রন্ট নেতারা

বুধবার সকালে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে চার নেতা দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে গণভবনের উদ্দেশে যাত্রা করেন - সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে গণভবনে পৌছেছেন ঐক্যফ্রন্টের নেতারা। এর আগে বুধবার সকালে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে চার নেতা গণভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন। তাঁরা হলেন ড. কামাল হোসেন, মোস্তাফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী ও সুলতান মোহাম্মদ মনসুর।

মির্জা ফখরুল ইসলামসহ বাকি নেতারা পথে যোগ দেন। বিএনপির পক্ষ থেকে সংলাপে অংশগ্রহণকারী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়ে গণভবনে পৌঁছান।

বুধবারের দ্বিতীয় দফা সংলাপে ঐক্যফ্রন্টের ১১ সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছেন।

এ ছাড়া জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজ নিজ বাসা থেকে রওনা হয়ে গণভবনের সংলাপে যোগ দেন।


গণফোরামের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে দ্বিতীয় দফা সংলাপের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। একই সাথে সংলাপে অংশগ্রহণকারী নেতাদের নামও ঠিক করা হয় এই বৈঠকে।

ড. কামাল হোসেনের সাথে প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর।

গত ১ নভেম্বর সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপে অংশ নিয়েছিলেন। আজ বুধবার দ্বিতীয় দফায় সরকারের সাথে আবারও সংলাপে বসছেন তারা।

বুধবারের দ্বিতীয় দফা সংলাপ উপলক্ষে সকাল সাড়ে ১০টা থেকে ঐক্যফ্রন্টের নেতারা গণভবনে যেতে শুরু করেন। এর আগে ঐক্যফ্রন্টের নেতারা জানান, সংলাপে সমঝোতা না হলে ৮ নভেম্বর ঢাকা থেকে রোডমার্চ করে ৯ নভেম্বর রাজশাহীতে জনসভা করবেন তারা।

এদিকে দ্বিতীয় দফা সংলাপে আজ আওয়ামী লীগের প্রতিনিধি দলে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ। সকালে গণভবনে প্রবেশের আগে বাণিজ্যমন্ত্রী বলেন, সংবিধানের বাইরে কোনো দাবি মানা হবে না।

এর আগে গত ১ নভেম্বর প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, খালেদা জিয়াসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তিসহ সাত দফা দাবি নিয়ে ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপ করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।


আরো সংবাদ



premium cement