২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাধা সত্ত্বেও সোওরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত

শত বাধা সত্তেও হাজার হাজার নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হয়েছেন। - ছবি: সংগৃহীত

সাত দফার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়েছে। নেতা-কর্মীদের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। দুপুর দুই টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে। ইতোমধ্যে সমাবেশস্থল ছাড়িয়ে নেতা-কর্মীরা আশে-পাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।

সমাবেশে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন সমাবেশের সভাপতি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

ড. কামাল হোসেনও কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বলে জানিয়েছেন নেতারা। এছাড়া কাদের সিদ্দিকী ও আসম আব্দুর রবসহ অন্যান্য নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা।


দুপুর ১২টার দিকে দেখা যায়, মঞ্চের সামনের জায়গা বিএনপির নেতাকর্মীতে পরিপূর্ণ। তাঁদের উজ্জীবিত রাখতে সংগীত পরিবেশন করছেন জাসাসের শিল্পীরা।

জনসভা থেকে ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার রাতে জোটের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

রাত ৯টার দিকে রাজধানীর মতিঝিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের চেম্বারে ওই ব্রিফ হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এদিকে জনসভায় নেতাকর্মীদের আসতে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপরও নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি শীর্ষ নেতাদের কে উৎসাহিত করেছে।


আরো সংবাদ



premium cement
পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

সকল