২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
পাশাপাশি সিইসির সাক্ষাৎ চেয়ে মেজর মান্নানের চিঠি

এবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইলেন বি. চৌধুরী

এবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইলেন বি. চৌধুরী - সংগৃহীত

এবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

অন্যদিকে সিইসির সাথে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

মঙ্গলবার বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন,‘জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য আগামীকাল বুধবারের মধ্যে দেখা করতে চেয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বরাবর আজ মঙ্গলবার চিঠি দেয়া হয়েছে। এছাড়া, নির্বাচন কমিশনের সাথে আগামী শুক্রবারের মধ্যে সংলাপ চেয়ে সিইসি বরাবর আজ চিঠি পৌছে দেয়া হয়েছে। সিইসির নিকট পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।’

জানা যায়, সাক্ষাৎ প্রার্থনা করে রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বি. চৌধুরী বলেন,‘যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে আগ্রহী।’

চিঠিতে বি. চৌধুরী আরও বলেন,‘সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন। নির্বাচনকালীন নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত। সেই হিসেবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।’

সময় সংক্ষিপ্ত থাকার কথা উল্লেখ করে আগামীকাল বুধবারের মধ্যে সাক্ষাতের সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির প্রতি লেখা চিঠিতে অনুরোধ জানানো হয়েছে বলে জানা যায়।

অন্যদিকে, সিইসির সাথে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। চিঠিতে মেজর (অব.) মান্নান একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন ইস্যুতে সিইসির সাথে আলোচনার জন্য আগামী শুক্রবারের মধ্যে সময় চেয়েছেন।

 

আরো পড়ুন: গণভবনে সংলাপে কী খাবেন, মেন্যু পছন্দ করলেন বি. চৌধুরী
নয়া দিগন্ত অনলাইন, ০১ নভেম্বর ২০১৮

গণভবনে সংলাপে গিয়ে কী খাবেন, মেন্যু পছন্দ করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, গণভবনে সংলাপ শেষে নৈশভোজে লাল আটার রুটি খেতে চান। 

এছাড়া নৈশভোজের মেন্যুতে সাদা ভাত, ফুলকপি, শিম, আলুভাজি, যে কোনো মাছের ঝোল, মসুর ডাল রেখেছেন বি. চৌধুরী। তার পক্ষ থেকে পছন্দ করা তালিকা এরইমধ্যে গণভবনে জানানো হয়েছে।


গণভবনে শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে সংলাপ করবেন বদরুদ্দোজা চৌধুরী ও তার ১৪ প্রতিনিধি দল। সংলাপ শেষে নৈশভোজে বি. চৌধুরীকে তার পছন্দের মেন্যু দিয়ে আপ্যায়ন করানো হবে।

বিকল্প ধারার গণমাধ্যম কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার (৩১ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে প্রতিনিধি দলের তালিকা নিয়ে যান বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। এর আগে ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে চিঠি লেখেন বি. চৌধুরী। এই চিঠি পাওয়ার পর সংলাপের জন্য প্রধানমন্ত্রী ২ নভেম্বর দিন ঠিক করেন।


আরো সংবাদ



premium cement
টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী! 

সকল