২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

যে কারণে ‘শোকরান মাহফিলে’ যাননি জুনায়েদ বাবুনগরীসহ হেফাজতের সিনিয়র নেতারা

হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। - ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে ‘শেকরানা মাহফিলে’ হাজির ছিলেন না বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। এছাড়া শোকরানা মাহফিলে উপস্থিত ছিলেন না হেফাজতে ইসলামের অনেক সিনিয়র নেতা। 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ (হাইয়াতুল উলয়া) শোকরানা মাহফিলের আয়োজন করা হয়। কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের স্বীকৃতি দিয়ে আইন পাস করায় এই শোকরানা মাহফিলেন আয়োজন করা হয়।

রোববার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যখন কওমিপন্থী আলেমরা শোকরানা মাহফিল নিয়ে ব্যস্ত ছিলেন তখন হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক জুনায়েদ বাবুনগরী ছিলেন তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাবুনগর গ্রামে ছিলেন বলে জানা যায়।

শোকরানা মাহফিল উপলক্ষে হাটহাজারী মাদ্রাসা বন্ধ থাকায় বাবুনগরী তার গ্রামের বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে ব্যস্ত সময় পার করেন বলে জানা গেছে।

সম্প্রতি শোকরানা মাহফিল নিয়ে সৃষ্ট হেফাজতের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যাননি। শারীরিকভাবেও তিনি অতটা অসুস্থ নন যে মাহফিলে অংশ নিতে পারবেন না।

এদিকে হেফাজতের মহাসচিব ও বেফাকের সহ-সভাপতির দায়িত্বে থাকলেও তাকে প্রায় নিশ্ক্রিয় রাখা হয়েছিল বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার অজান্তেই নেয়া হয়ে থাকে। তিনি সরকারের কঠোর সমালোচক ছিলেন। এ কারণে নানা সমস্যায় পড়ছেন। ভারতে গিয়ে উন্নত চিকিৎসা করতে চেয়েছিলেন। কিন্তু সরকার তার পাসপোর্ট আটকে রেখেছে। ফলে তিনি দেশের বাইরে যেতে পারছেন না। এছাড়া তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে।

এদিকে বাবুনগরীর মতো শোকরানা মাহফিলে হেফাজতে ইসলামের অনেক সিনিয়র নেতাই অনুপস্থিত ছিলেন। হেফাজতের সিনিয়র নায়েবে আমির মহিববুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, নায়েবে আমির ও চট্টগ্রাম মহানগর সভাপতি আল্লামা হাফেজ তাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী শুকরানা মাহফিলে অংশগ্রহণ করেননি বলে জানা গেছে।

যারা শোকরানা মাহফিলে অংশ নেননি তারা অধিকাংশই প্রধানমন্ত্রীর জন্য শোকরানা মাহফিল আয়োজনের বিরোধিতা করেছিলেন। আর সেই বিরোধিতা থেকেই তারা মাহফিলে অংশ নেননি বলে ধারণা করা হচ্ছে।

 

আরো পড়ুন : হেফাজত ও আওয়ামী লীগ সখ্যতা কি শুধুই ভোটের জন্য?

বিবিসি, ০৪ নভেম্বর ২০১৮, ২০:৪৮


বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমানের স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে শোকরানা মাহফিলে সভাপতি ছিলেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফি এবং এ সংগঠনটিই পাঁচ বছর আগে সরকারের বিরুদ্ধে ঢাকা অবরোধের ডাক দিয়ে শাপলা চত্বর অবস্থান নিয়েছিলো। যাতে সমর্থন জানিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

পাঁচ বছর পর সেই হেফাজত ইসলামের আমিরের সভাপতিত্বেই বিশাল সমাবেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া হলো। এতে অংশ নিয়েছে হাজার হাজার মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী। এ অনুষ্ঠানে শেখ হাসিনাকে 'কওমি জননী' উপাধি দেয়া হয়েছে।


এটি এমন সময় আয়োজন করা হলো, যখন বাংলাদেশে সংসদ নির্বাচন একেবারেই কাছে। তাই প্রশ্ন উঠেছে: নির্বাচনকে সামনে রেখে বিশেষ এ আয়োজন থেকে আসলে সরকারী দলই লাভবান হতে চাইছে কি-না।

সমাবেশে আসা একজন মাদ্রাসা শিক্ষক বলেছেন, সরকার তাদের অনেক দাবি পূরণ করেছে তাই তারা চান বর্তমান প্রধানমন্ত্রীই আবার ক্ষমতায় আসুক।

আরেকজন বলছেন, "নির্বাচনর বিষয়ে আমাদের বড়রা যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করবো"।

এখানে 'বড়রা' বলতে কওমি সংগঠনগুলোর নেতাদেরই বুঝিয়েছেন ঢাকার বাইরে থেকে আসা এই মাদ্রাসা শিক্ষক। আর এ কওমি সংগঠনগুলোর বড় অংশেরই নিয়ন্ত্রক হেফাজতে ইসলাম।

সংগঠনটির একজন নেতা মুফতি ফয়জুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম প্রধানমন্ত্রীকে সংবর্ধনার নামে আসলে তারা নির্বাচনকে সামনে রেখে তাদের সমর্থকদের কোনো বার্তা দিতে চেয়েছেন কি-না।

তিনি বলেন, "দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমান স্বীকৃতি দিয়ে সরকার ভালো কাজ করেছে। আর কেউ ভালো কাজ করলে তিনি তার ফল পাবেন। যেহেতু এতো বড় কাজ হয়েছে - সেহেতু কৃতজ্ঞতার সাথেই মানুষ স্মরণ করবে"।

অনুষ্ঠানের সভাপতি আহমদ শফির লিখিত বক্তৃতা হেফাজতে ইসলামের একজন নেতা অনুষ্ঠানে পড়ে শোনান। সেখানে দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান দিয়ে আইন কার্যকর করায় প্রধানমন্ত্রীর অকাতরে প্রশংসা করলেও সরাসরি কোন রাজনৈতিক বক্তব্য দেননি তিনি।

প্রধানমন্ত্রী অবশ্য তার বক্তৃতায় কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে তার যুক্তি তুলে ধরে নির্বাচনের কথা উল্লেখ করেছেন - কিন্তু 'ক্ষমতায় আসার বিষয়টি আল্লাহর হাতেই ছেড়ে দিয়েছেন তিনি'।

তিনি বলেন, "আমি যখনি সরকারে এসেছি কিছু করার চেষ্টা করেছি। শিক্ষা নীতিমালায় ধর্মীয় নীতিমালাকে স্বীকৃতি দিয়েছি। .... সামনে নির্বাচন আপনাদের দোয়া চাই। আল্লাহ চাইলে আবার বাংলাদেশের জনগণের খেদমত করার সুযোগ আমাকে দেবেন। আর যদি আল্লাহ না চান, দেবেন না। কারণ আমি সবকিছু আল্লাহর ওপরই ছেড়ে দিয়েছি"।

এ অনুষ্ঠানেই উদ্বোধনী বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদীন। কওমি বিভিন্ন সংগঠনের নেতাদের কয়েকজনও তাদের বক্তব্যেও প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পাশাপাশি আবেদীনেরও প্রশংসা করেছেন। আর সরাসরি আলেম ওলামাদের সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ।

কিন্তু এসব কি আসলে ভোট বা নির্বাচনে সুবিধা নেয়ার জন্যই? ধর্মীয় রাজনীতি বা সংগঠনের বিষয়ে আওয়ামী লীগের এখনকার অবস্থান দলটির ঐতিহ্যগত সেক্যুলার বা ধর্মনিরপেক্ষ নীতির সাথে কতটা খাপ খায়?

জবাবে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচনের কি প্রতিফলন হলো বা না হলো - সেটি তারা দেখছেন না।

"কওমি মাদ্রাসায় ২২ লাখের মতো বেশি শিক্ষার্থী। তাদের ভবিষ্যৎ। এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অনেকে আছে। শুধু আলেমদের জন্য কিছু করলেই নিরপেক্ষতা হারিয়ে যাচ্ছে- এটা তো একটা ভুল ব্যাখ্যা। এটা তা হতে পারেনা"।

তবে নির্বাচনের ঠিক আগে হেফাজত ও আওয়ামী লীগের এখনকার সখ্যতা নিয়ে নানা ধরণের আলোচনা-সমালোচনায় এখন রীতিমত সরগরম হয়ে উঠেছে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।


আরো সংবাদ



premium cement
সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

সকল