২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বুধবার সিলেটের জনসভা থেকে কী বার্তা দেবে ঐক্যফ্রন্ট

বুধবার সিলেটের জনসভা থেকে কী বার্তা দেবে ঐক্যফ্রন্ট - সংগৃহীত

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা বুধবার। দুপুর ২টায় নগরীর রেজিস্ট্রি অফিস মাঠে এ জনসভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ড. কামাল হোসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন। ঐক্যফ্রন্টের রাজপথের প্রথম এই কর্মসূচিতে লাখো মানুষের জনসমাগম ঘটানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

সংসদ ভেঙে দেয়া, নির্বাচনকালীন সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনের সময়ে বিচারিক ক্ষমতা দিয়ে সশস্ত্র বাহিনী মোতায়েনসহ ৭ দফা দাবিতে গত ১৩ অক্টোবর গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট। ইতোমধ্যে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে ঐক্যফ্রন্ট। বুধবার সিলেট দিয়ে শুরু হচ্ছে ফ্রন্টের যাত্রা।

কর্মসূচি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা যে ৭ দফা দিয়েছি তার যাত্রা শুরু হচ্ছে পবিত্র শহর হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের পূণ্যভুমি সিলেট থেকে। আমরা আশা করছি জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় গণতন্ত্র প্রত্যাশী লাখো মানুষের ঢল নামবে।

তিনি বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি নিয়ে যে যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি এর মাধ্যমে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘটবে এবং দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা হবে। ফিরে আসবে গণতন্ত্র।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের এই কর্মসূচি দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনসহ ৭ দফা দাবিতে। যেনো তেনোভাবে অথবা ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচনের কোনো সুযোগ এবার হতে দেয়া হবে না।

জনসভায় যোগ দিতে মঙ্গলবার  বিকালে বিমানে সিলেট পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, গণস্বাস্থ্য সংস্থার ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মুন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় নেতা আওম শফিকউল্লাহ ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আবম মোস্তফা আমিন।

জনসভার প্রস্তুতি কাযর্ক্রম তদারকি করতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের মনিরুল হক চৌধুরী, সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমেদ সিলেটে অবস্থান করছেন।

সিলেটে মঙ্গলবার সন্ধ্যায় পৌঁছান আসম আবদুর রবের স্ত্রী তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিমউদ্দিন আলম প্রমূখ নেতারা।

জনসভা শুরুর আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা প্রথমে হযরত শাহজালাল (রহ), শাহপরানের (রহ.) মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর কবর জিয়ারত করবেন।

দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, জনসভায় যোগ দিতে আজ বুধবার সকালের ফ্লাইটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, জেএসডির আসম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সিলেট পৌঁছাবেন। জনসভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহানগর কমিটির সদস্য, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।


আরো সংবাদ



premium cement