১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনো সত্যতা নেই : রিজভী

বিএনপি
রুহুল কবির রিজভী - ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান ভোটারবিহীন সরকার প্রধান শেখ হাসিনাই তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন। বেকারত্বের অভিশাপে দেশের তরুণসমাজ আজ হতাশ ও বিপন্ন।

‘তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় শক্তি আখ্যায়িত করে, তাদের কর্মসংস্থানে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে তাদের ভোট চেয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনে গত ১০ বছরে দেশের জনগণ অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করেছে।’- এ প্রসঙ্গে রিজভী বলেন, কিন্তু প্রশ্ন জাগে শেখ হাসিনা এ কথা বলে কি তরুণদের উপহাস করছেন? দুঃশাসনের বিরুদ্ধে তারুণ্যের দ্রোহাগ্নির তাপ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নিষ্ঠুরভাবে তরুণদের দমন করেছেন যিনি তিনি এখন তরুণদের হিতাকাক্সক্ষী সেজেছেন। প্রধানমন্ত্রীর উল্লিখিত বক্তব্যের সাথে সত্যের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, ডিজিটাল কালাকানুন গ্রাস করেছে দেশের গণতন্ত্রকে। চারিদিকে এখন শুধু সরকার পতনের আওয়াজ, মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার আওয়াজ।

আজ সোমবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তরুণ সমাজের ওপর সরকারের দমন-পীড়নের চিত্র তুলে ধরে তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘কিছুদিন আগেই কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ও নিরাপদ সড়কের দাবিতে নামা স্কুল-কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীদের ওপর সরকারি বাহিনী তান্ডব চালিয়েছে। এখনো কারাগারে আছে বেশ কিছু শিক্ষার্থী, যারা জামিনে বের হয়েছেন তারা সর্বক্ষণ আতঙ্কে থাকে, যেসব শিক্ষার্থীদের ছাত্রলীগ সশস্ত্র হামলা চালিয়েছিল, পুলিশ গুলি চালিয়েছিল তাদের অনেকেই আজো সুস্থ হয়ে উঠতে পারেনি। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েরসহ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হাতুড়ি ও রডের আক্রমণের কারণে অনেক শিক্ষার্থীকে ক্র্যাচের ওপর ভর করে পরীক্ষা দিতে যেতে হচ্ছে।’

রিজভী বলেন, ‘সব ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। শিক্ষামন্ত্রী সহনীয় দুর্নীতির উপদেশ দিচ্ছেন। তারপরও কি প্রধানমন্ত্রী বলবেন আপনি তরুণদের জন্য অনেক কিছু করেছেন? তবে হ্যাঁ, মেধাবিদের বাদ দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের পাইকারিহারে সরকারি চাকরিতে ঢুকিয়েছেন। মেধাহীন করেছেন গোটা জাতিকে।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের খবর অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ৫ কোটি শিক্ষিত ও কর্মক্ষম বেকার। দেশে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি সরকার বরং কল-কারখানা প্রতিদিনই বন্ধ হচ্ছে, গার্মেন্টসশিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, এ সেক্টর এখন বাংলাদেশীদের হাতছাড়া হয়ে গেছে। গ্যাস-বিদ্যুতের অভাব তো রয়েছে তার ওপর বর্তমান দুঃশাসনের কারণে বিদেশী বিনিয়োগ নাই, ব্যাংকগুলো হরিলুট করে ফতুর করে দেয়ায় ব্যবসায়ীরা মুখ থুবড়ে পড়ে বসে আছেন। সরকারি চাকুরিতে দলীয়করণের কারণে উচ্চ শিক্ষিত বেকার বেড়েছে।’

তিনি বলেন, অর্থমন্ত্রী গতকাল সরকারি পরিসংখ্যান দিয়ে বলেছেন দেশে দরিদ্র মানুষের সংখ্যা এখন ৩ কোটি। হতদরিদ্রের সংখ্যা ১ কোটি। কিন্তু গত কয়েকদিন আগে সরকারি আরেক পরিসংখ্যান বলেছে, দেশে তাদের মতে হতদরিদ্র মানুষ রয়েছে প্রায় ২ কোটি আর দারিদ্র্যসীমার নিচে বাস করেন সাড়ে ৩ কোটি। বাস্তবে দেশের অর্ধেক জনগোষ্ঠীই এখন দারিদ্র্যসীমার নিচে বাস করছে।’

রিজভী বলেন, দেশজুড়ে আবারো শুরু হয়েছে গুপ্ত হত্যা। গতকালও নারায়ণগঞ্জে সড়কের পাশে গুলিবিদ্ধ ৪ যুবকের ও উত্তরায় দিয়াবাড়ির কাশবনে দুই যুবকের লাশ উদ্ধার করেছে। এছাড়াও সারাদেশে আবারো সড়কের পাশে, নদীর ধারে, ঝোঁপঝাড়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে যুবকদের রক্তাক্ত লাশ। এর সঙ্গে বিচারবর্হিভূত হত্যা তো প্রতিদিন চলছেই। আগামী নির্বাচনকে সামনে রেখে তরুণ-যুবক সমাজকে ভয় পাইয়ে দেয়ার জন্যই সরকারি পৃষ্ঠপোষকতায় পাইকারি গুপ্ত হত্যা শুরু হয়েছে দেশব্যাপী। আর এ ক্ষেত্রে আইনশৃঙ্খলাবাহিনীকে দেয়া হয়েছে ইনডেমনিটি। কারণ একটাই, একতরফাভাবে নির্বাচন করতে তরুণ-যুবকদের কোনো যেন প্রতিরোধ না হয়।

গ্রেফতার ও নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কিমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে আইসিটি আইনে মামলা করা হয়েছে তাকে হয়রানি করার জন্য। দুঃশাসনের বিরুদ্ধে কোনোভাবেই যাতে প্রতিবাদ না ওঠে সেজন্যই বিএনপির শীর্ষ নেতাদের এখন আটক করা হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে গতকাল দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিলে ব্যাপক পুলিশি আক্রমণের ঘটনা ঘটেছে বলে জানান রিজভী।

তিনি বলেন, রাজশাহী মহানগরে স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু ও ইব্রাহিমসহ ৪ জনের অধিক, নাটোরের নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার, যুবদলের কাজী বাবলু, পিন্টু, আনোয়ার হোসেন, ছাত্রদলের সবুর, সুমন, স্বেচ্ছাসেবক দলের আরিফ, যুবদলের আলতাফ হোসেন, আবদুল মান্নান, ছাত্রদলের রানা, পঞ্চগড় জেলা ছাত্রদলের মোশারফ হোসেন, মেহেরপুর জেলা ছাত্রদলের বুলবুল আহমেদসহ চারজনের অধিক, মানিকগঞ্জে বিএনপির জালাল উদ্দিন, ছাত্রদলের মোশাররফ হোসেনসহ তিনজনের অধিক, রাজবাড়িতে বিএনপির খোরশেদ আলমসহ দুইজন, খুলনার তেরখাদা বিএনপির নান্টা মোল্লা, যুবদলের মাহবুবুর রহমান, ভুট্টোসহ চারজনের অধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের হাবিবুর রহমান খোকনকে না পেয়ে তার বড় ভাইকে পুলিশ গ্রেফতার করে এবং খোকনের ব্যক্তিগত মোটরসাইকেলটি জব্দ করে নিয়ে যায়। নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির রিপন, ছাত্রদলের ফয়সাল, রাজন, শাহেদ, যুবদলের লিটন, বিএনপি নেতা সাজু ও মানিকসহ ১৮ জনের অধিক নেতাকর্মীকে গতরাতে ফরিকরাপুল ‘হোটেল উপকূল’ থেকে পুলিশ গ্রেফতার করেছে।


আরো সংবাদ



premium cement
শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি

সকল