১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দুর্নীতিগ্রস্থ শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য কেউ মেনে নিবে না:  শহীদুল ইসলাম

দুর্নীতিগ্রস্থ শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য কেউ মেনে নিবে না:  শহীদুল ইসলাম - সংগৃহীত

একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী ও দুর্নীতির দায়ে অভিযুক্ত বেগম খালেদা জিয়াকে নিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগ এদেশের জনগণ মেনে নেবে না বলে দাবি করেছেন জাসদের সহ সভাপতি ও ঢাকা-৫ আসনের এমপি প্রার্থী মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম। তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারাকে ধ্বংস করার জন্য মৌলবাদী ও জঙ্গিবাদ বিএনপি এখনো যড়যন্ত্র করে যাচ্ছে। দেশের মানুষ ধ্বংসাত্মক রাজনীতি দেখতে চায় না, তারা চায় উন্নয়ন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে ১৪ দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীতে ৪৮ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন ও ঢাকা-৫ নির্বাচনী এলাকার কেন্দ্র ভিত্তিক নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন জাসদ ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক একেএম শাহ আলম, যাত্রাবাড়ী থানার সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন ৫৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. রাশেদ ইব্রাহিম। সভায় মো. শহীদুল ইসলাম, মো. মাহাদী হাসানকে সভাপতি ও মো. আ: রশিদ আকন্দকে সাধারণ সম্পাদক করে ৪৮ নম্বর ওয়ার্ডের ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement