২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সাবেক বিচারপতির দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওবায়দুল কাদেরের

এস কে সিনহা সম্পর্কে যা বললেন ওবায়দুল কাদের - ছবি : বাসস

নির্বাচন সামনে রেখে বই প্রকাশ নিয়ে সাবেক প্রধান বিচারপতি হিসাবে এস কে সিনহার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি শুক্রবার গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, তার মনে কষ্ট থাকতে পারে, জ্বালা থাকতে পারে, তার লেখা বই প্রকাশ করবেন এটাই স্বাভাবিক, তবে বিদেশের মাটিতে কেন? নির্বাচন সামনে রেখে কেন? এ বই আরো দুই-তিন মাস পরও প্রকাশ করতে পারতেন।

‘এটা এ সময় প্রকাশ করা, এটাকে নিয়ে সরকারবিরোধী উসকানি না দিলেও পারতেন’ উল্লেখ করে কাদের বলেন, বিদেশে গিয়ে মনগড়া তথ্য দিয়ে সরকারবিরোধী মহলের জন্য, তাদের অপপ্রচারের সুবিধা করার জন্য যদি এ সময় বইটি প্রকাশ করে থাকেন, তাহলে মনে হয় একজন সাবেক প্রধান বিচারপতি, তার দায়িত্বশীলতার বিষয়টি প্রশ্ন হয়ে ঝুলে থাকে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ‘যার খুশি তিনি বই লিখবেন, সে ব্যাপারে আমাদের তো কোনো মন্তব্য করার কিছু নেই। তবে আমি অলরেডি বিষয়টা নিয়ে একটা জেনারেল কমেন্ট করেছি, আপানারা দেখেছেন।’

এসময় তিনি আরো বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশে কোনো বাধার সৃষ্টি করবে না। ডিজিটাল নিরাপত্তা আইনটি করা হয়েছে শুধু ডিজিটাল ক্রাইম নিয়ন্ত্রণ করার জন্য। এতে কারো আতঙ্কের কোনো কারণ নেই।
কাদের বলেন, এ আইনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্র এ দুটি অনুষঙ্গ যাতে বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর কণ্ঠে-কন্ঠ মিলিয়ে আমরা সকলকে আশ্বস্ত করছি যে এখানে স্বাধীন সাংবাদিকতা, ইনডিপেনডেন্ট জার্নালিজম, ফ্রিডম অব এক্সপ্রেশনে কোনোভাবেই গণতন্ত্রের এ দুটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত হবে না।’

এ সময় মন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দীন খান ও বিআরটি প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :

জুডিশিয়াল ক্যু করতে ব্যর্থ হয়ে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে : আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,‘সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মাধ্যমে যারা জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছিল তারা পরাজিত হয়েছে। সেই পরাজিত শক্তি ফের নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছে।’

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।
আইনমন্ত্রী বলেন,‘এস কে সিনহার যে বই সেটি হচ্ছে একজন পরাজিত লোকের হা-হুতাশ। আমার মনে হয় বাংলাদেশের জনগণ এসবে কান দেবে না। বাংলাদেশের মানুষ এখন উন্নয়ন চায়। উন্নয়নের শিখরে উঠতে চায়। তাই তারা ফের নৌকা মার্কায় ভোট দেবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না।’

এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. রাসেদুল কাউছার ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বকুলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।


আরো সংবাদ



premium cement