১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

খালেদা জিয়ার আইনজীবীদের ফিরিয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ

বেগম খালেদা জিয়া - সংগৃহীত

কারাগারের ফটক থেকে বেগম খালেদা জিয়ার তিন আইনজীবীকে ফিরিয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরনো কারাগারের সামনে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার কিছু পরে তারা আসেন। তবে পূর্বানুমতি থাকলেও সিদ্ধান্ত বদল করে মঙ্গলবার তাদের কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। বিকাল পৌনে পাঁচটার দিকে কারাগারের সামনে থেকে ফিরে যাওয়ার আগে এ দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ তালুকদার বলেন, অনুমতি থাকলেও আজকে (মঙ্গলবার) আমাদের খালেদা জিয়ার সাথে দেখা করতে দেয়নি কারা কর্তৃপক্ষ।  আমরা এখন ফিরে যাচ্ছি। 

তিনি আরও বলেন, ‘২০ তারিখ ম্যাডামের (খালেদা জিয়া) মামলার তারিখ আছে। আশাকরি  বুধবার (১৯ সেপ্টেম্বর)  দেখা করতে দিতে পারে।’

তার সাথে থাকা অপর দুই আইনজীবী হচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

সম্প্রতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার হাজিরার সুবিধার্থে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ঢাকা ৫ম বিশেষ জজ আদালতের কার্যক্রম পুরনো কারাগারের নিচতলার প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে স্থানান্তিরিত করা হয়।

গত ৫ সেপ্টেম্বর প্রথম সেখানে আদালত বসে। ওইদিন খালেদা জিয়া আদালতে গিয়ে বিচারককে বলেন, তিনি অসুস্থ। বার বার তিনি এ আদালতে আসতে পারবেন না। যতদিন ইচ্ছা সাজা দিয়ে দিন। বুধবার (১২ সেপ্টেম্বর) ধার্য তারিখে আবার সেখানে আদালত বসে। কিন্তু সেখানে আসতে কারা কতৃপক্ষের কাছে অস্বীকৃতি জানান খালেদা জিয়া। এর পরদিন ১৩ সেপ্টেম্বরও তিনি আদালতে না এলে বিচারক মামলাটির প্রধান আসামি খালেদা জিয়া আসবেন কি না তা তার আইনজীবীদের কাছে জানতে চান।

তখন তার আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন খালেদা জিয়া অসুস্থ। তিনি ঠিক কী কারণে আদালতে আসতে চাইছেন না সেটি তার সঙ্গে কথা বললে জানা যাবে। এজন্য আদালতের কাছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চান তার আইনজীবীরা। আদালত তখন তাদের দেখা করার ব্যাপারে কারা কর্তৃপক্ষকে জেলবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। এই আদেশ অনুযায়ী আজ  খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ার কথা ছিল তার আইনজীবীদের।  

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে এই বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন থেকেই বয়সজনিত বিভিন্ন রোগসহ আর্থ্রাইটিসে ভুগছেন। কারা কর্তৃপক্ষের অনুরোধে বিএসএমএমইউ গঠিত মেডিক্যাল বোর্ড গত ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন প্রকাশ করে। এতে তাকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। তবে চিকিৎসকরা এজন্য বিএসএমএমইউ হাসপাতালে ভর্তির সুপারিশ করলেও খালেদা জিয়ার নিজের পছন্দ ইউনাইটেড হাসপাতাল।

আরো পড়ুন : কোটা বাতিলের সুপারিশ সরকারের একটি প্রতারণা : মওদুদ
নয়া দিগন্ত অনলাইন ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, ‘প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের যে সুপারিশ করা হয়েছে সেটা সরকারের প্রতারণা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত ‘বর্তমান বাংলাদেশে ভোটাধিকার, ন্যায়ি বিচার ও মানবাধিকার’  শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

মওদুদ বলেন, ‘এটাও একটি প্রতারণা। এটা আন্দোলনকারীদের সঙ্গে সরকার বিশ্বাসঘাতকতা করেছে। এটি পরিবর্তন দরকার। কারণ, ছাত্ররা চেয়েছে সব ধরনের সরকারি চাকরিতে কোটা সংস্কার। এমন সংস্কার তো শিক্ষার্থীরা চায়নি। আন্দোলনকারীদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে।’ তিনি বলেন, ‘ছাত্ররা কোটা সংস্কার চেয়েছে, যাতে সরকারি চাকরির সর্ব অবস্থায় মেধার মূল্যায়ন হয়। কিন্তু প্রস্তাব করা হলো প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা থাকবে না। কিন্তু মেধার তো দরকার যারা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থাকে সেখানে। যারা সেক্রেটারি থেকে শুরু করে উচ্চ পর্যায়ে থাকে, সেখানে মেধার মূল্যায়ন চায়। যারা সবকিছু পরিচালনা করে। আমরা বলব, সরকার কোটা সংস্কারের যে প্রস্তাব দিয়েছে, তাও একটি প্রতারণা বলে আমি মনে করি। এটি তাদের সঙ্গে সরকারের বিশ্বাসঘাতকতা। তাই এটির পরিবর্তন দরকার।’


কোটা ও নিরাপদ সড়ক আন্দোলন বিষয়ে মওদুদ বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম জানত না আওয়ামী লীগ কী জিনিস। কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে কী আচরণ করেছে, সেটা তারা বুঝতে পেরেছে। সরকার আন্দোলনকারীদের সঙ্গে প্রতারণা করেছে। তাই আমাদের তরুণ প্রজন্ম আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবে না।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চিকিৎসক বোর্ডে সরকারি এবং খালেদা জিয়ার পছন্দের চিকিৎসকরা থাকবেন বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। কিন্তু ওই মেডিকেল বোর্ডে অনভিজ্ঞ ও সরকারের চিকিৎসকরাই ছিলেন বলে অভিযোগ করেছেন ব্যারিস্টার মওদুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়ার সরকার গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্ট একটি প্রতারণা। সরকার খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে ছলচাতুরী করছে। যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেখানে একজনকে মোটামুটি বিশেষজ্ঞ বলা যেতে পারে। বাকিরা মাত্র পাস করে বের হয়েছে। খালেদা জিয়ার শারীরিক যেসব সমস্যা, সে বিষয়ে এদের কোনো অভিজ্ঞতা নেই। আমি বলব, এটাও একটা সরকারের প্রতারণা।’

মওদুদ আরো বলেন, ‘সরকার গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট দিয়েছে, খালেদা জিয়া স্বাস্থ্যঝুঁকিতে নাই। আবার তাঁরাই বলছে, খালেদা জিয়াকে পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ভর্তি করে চিকিৎসা দেওয়া যেতে পারে। এটাতে তাদের নিজেদের স্ব-বিরোধিতা। আমরা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন, যাঁরা খালেদা জিয়ার সব সময় চিকিৎসা করেছেন, তাঁদের ও সরকারের গঠিত চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে। কিন্তু তিনি সেটি করেননি।’

সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি জানিয়ে মওদুদ বলেন, ‘আর সময় নাই, সময় ফুরিয়ে আসছে, আমাদের একটি সংকটময় সময় পার করতে হবে। আমরা বিচার বিভাগ, গণতন্ত্রের, মানবাধিকারের স্বাধীনতা ফিরে পাব কি না, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই সবাইকে প্রস্তুতি নিতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কারণ, ১৯৭৩ সালে স্বাধীন বাংলার প্রথম নির্বাচনে আওয়ামী লীগের জয় অবধারিত ছিল, তারপরও তারা ওই সময়ের কোনো বিরোধী নেতাকে বিজয়ী হতে দেয়নি।’ নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের হাতে আর এক মাস সময় আছে। এই এক মাসে দেশের অনেক কিছু পরিবর্তন হবে। সরকার একটা নির্বাচনকালীন সরকার গঠন করতে চায়। সে সরকারে তাঁরাই থাকবেন, যাঁরা বর্তমান সংসদে আছেন। নির্বাচনকালীন সরকার বলতে কোনো কিছু সংবিধানে নাই। এটা তাঁরা নিজেদের খেয়াল-খুশিমতো করতে চায়। প্রধানমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রী থাকবেন। এখন যাঁরা মন্ত্রী আছেন, তাঁরাই মন্ত্রী থাকবেন। তাঁদের অধীনে নির্বাচন করে আবারও ক্ষমতায় থাকতে চায়। নির্বাচনকালীন সরকার বলতে কিছুই নাই, সরকার যদি তা করতে চায় তাহলে সব দলের মতামতের ভিত্তিতে করতে হবে। আর যদি অবৈধভাবে সরকার ক্ষমতায় থাকতে চায়, তাহলে দেশের জনগণ তা করতে দেবে না।’

এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘জনগণের কল্যাণের জন্য সংবিধান কখনো বাধা হতে পারে না। সংবিধান পরিবর্তন করা যেতে পারে, তবে তা জনগণের কল্যাণের জন্য হতে হবে। সংবিধান কখনো বাধা নয়, সংবিধান মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। তাই সংবিধানে নিরপেক্ষ সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করুন। সবার ঐকমত্যের ভিত্তিতে একটা নিরপেক্ষ সরকার গঠন হতে পারে। আলাপ-আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমঝোতা হতে পারে। যাদের অধীনে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণে।’

অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অধ্যাপক আ স ম মোস্তফা কামালের সঞ্চালনায় এ সময় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান।


আরো সংবাদ



premium cement
‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো?

সকল