২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাতের অন্ধকারে কারা বৈঠক করছে সব খবর আছে-কাদের

রাতের অন্ধকারে কারা বৈঠক করছে সব খবর আছে-কাদের - সংগৃহীত

সময়টা ভালো নয় মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতা কর্মীদের উদ্দেশে বলেছেন, আমি আমাদের নেতৃবৃন্দের কাছে, আমার সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ করবো, যার যার সীমানা পেরিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেবেন না। সরকারকে বিব্রত করে এমন বক্তব্য কেউ দেবেন না, যাতে দল ও সরকার বিব্রত হয়। হোমওয়ার্ক করে কথা বলবেন, পলিসির ব্যাপারে নেত্রীর সঙ্গে কথা বলে তারপর কথা বলবেন, ফ্রি স্টাইলে কথা বলা যাবে না।
শনিবার বিকেলে ধানমন্ডি ৩২ নাম্বারে ঢাকা-১০ আসন আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনাসভায় প্রধান অতিথির তিনি একথা বলেন। এ সময় বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশ করে তিনি বলেন, কোথায়, কারা, কার সঙ্গে গোপন বৈঠক করে সবই আমরা জানি। সময়মতো ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আমরা জানি কোথায় কারা কারা বৈঠক করছেন। টেমস নদীর পাড়ে কখন কার সঙ্গে বৈঠক হচ্ছে; ব্যাংকক, দুবাইয়ে বসে কারা কোন গডফাদারের সঙ্গে বৈঠক করছেন। দেশেও রাতের অন্ধকারে বসে কোন বৈঠক হচ্ছে সব আমাদের নলেজে আছে। ধৈর্য ধরে আছি, মনিটর করছি। আরও খোঁজ খবর নিচ্ছি। সময়মতো ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সকালে রাজধানীর কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয়।

এ সময় বিএনপি নেতা মওদুদ আহমদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বাড়ি দখলে রাখতে চেয়েছে, সেই ভুয়া ব্যারিস্টারের কথায় বাংলাদেশের তরুণরা বিভ্রান্ত হবে না। যিনি একটা বাড়ির লোভে মৃত ব্যক্তির নামে ভুয়া কাগজ আদালতে জমা দেন, তার কথায় কে বিশ্বাস করবে?

বিএনপির আন্দোলনের হুমকি গায়ে মাখছেন না জানিয়ে তিনি বলেন, নয় বছরের নয়টা মিনিট রাস্তায় দাঁড়াতে পারেনি বিএনপি। আন্দোলন করতে পারেনি। কোটার ওপর ভর করে থাকতে পারেনি, ছাত্রছাত্রীদের ওপর ভর করে থাকতে পারেনি, নিরাপদ সড়কের ওপর সওয়ার হয়ে সেখানেও ব্যর্থ। অবশেষে বিদেশিদের কাছে নালিশ করা শুরু করেছে।

আরো পড়ুন : আগামী জাতীয় নির্বাচন ৭০ সালের মতো গুরুত্বপূর্ণ : নাসিম
কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
আগামী জাতীয় সংসদ নির্বাচন ’৭০ সালের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন মন্তব্য করে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন-এ নির্বাচনে ভোট দিতে ভুল হলে দেশে আবার জঙ্গী উন্থান হবে, মুক্তিযুদ্ধের চেতনা ভুলুন্ঠিত হবে, বাঙ্গালী জাতীয়তাবাদ ধ্বংস হবে। 
আগামী জাতীয় সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে যাকে মনোনয়ন দেবেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা পাহাড়সম শক্তির মতো ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবে। নৌকার বিজয় ছিনিয়ে আনবে।

শনিবার বিকেলে যমুনা নদী বেষ্টিত কাজিপুরের দুর্গম চর কুমারিয়াবাড়ির এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে তিনি মনসুর নগর ইউনিয়নের নির্মাণাধীন সড়ক, কালভার্টসহ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি চরের মধ্যে ১৮ কিরোমিটার পাকা সড়ক পখে গাড়িতে যান এবং পথে পথে গণসংযোগ করেন। 
মনসুর নগর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার। সভায় অন্যান্যের মধ্যে রাখেন সরিষাবাড়ির সাবেক এমপি ডা. মুরাদ হাসান, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, মনসুর নগর ইউপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর, এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রপাত প্রধান শিক্ষক ফজলুর রহমান এবং সরিষাবাড়ি থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বাদশাহ প্রমুখ।


জনসভায় খালেদা জিয়ার দল বিএনপিকে নির্বাচনী মাঠেই মোকাবেলা করবে আওয়ামীলীগ মন্তব্য করে দলের সিনিয়র এ নেতা আরো বলেছেন -জাতীয় সংসদ নির্বাচনে যে দল নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে জনগন। খেলা হবে নির্বাচনী মাঠে। 
রেফারী থাকবে নির্বাচন কমিশন। জনগণ যাদের রায় দেবে, তারাই সরকার গঠন করবে। নির্বাচনী মাঠ থেকে বিএনপিকে না পালানোর আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেছেন-জনগণের ভোট নিয়ে শেখ হাসিনা এবার সরকার গঠন করে বিজয়ের হ্যাট্রিক মুকুট পরবে। নির্বাচন কমিশন ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে। নির্বাচনে জনগণের রায় আওয়ামী লীগ মেনে নেবে।


আরো সংবাদ



premium cement