২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রধানমন্ত্রীর সংবর্ধনার দিন ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে

প্রধানমন্ত্রীর সংবর্ধনার দিন ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে - সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানকে ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার বিকাল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের এই সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা মহানগরী ও আশেপাশের এলাকা থেকে গাড়ি নিয়ে, মিছিল নিয়ে যোগ দেওয়ার প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের। বড় ধরনের জনসমাগম হবে বলে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।


ওই দিন বেলা ১টা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত শাহবাগ হতে মৎস্য ভবন, টিএসসি হতে দোয়েল চত্বর সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

এই সময়ে বাংলামোটর, কাকরাইল চার্চ, ইউবিএল, জিরো পয়েন্ট, গোলাপশাহ মাজার, চানখারপুল, বকশী বাজার, পলাশী, নীলক্ষেত, কাঁটাবন ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয়মুখী গাড়িগুলোকে ডাইভারশান দেওয়া হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

সমাবেশে যোগ দেওয়ার জন্য মিরপুর থেকে যারা বাসে আসবেন, তাদের গাড়ি মিরপুর রোড দিয়ে এসে নীলক্ষেত এলাকায় পার্ক করতে হবে।

উত্তরা, মহাখালীর দিক দিয়ে যারা আসবেন, তাদের গাড়ি মগবাজার-কাকরাইল চার্চ-নাইটিংগেল-ইউবিএল-জিরো পয়েন্ট-হাই কোর্ট হয়ে দোয়েল চত্ত্বরে নামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমন্যাশিয়ামে পার্ক করতে হবে।

ফার্মগেইট-সোনারগাঁও-শাহবাগ হয়ে যে সব নেতা-কর্মী বাসে আসবেন, সে সব গাড়ি টিএসসিতে ডান দিকে মোড় নিয়ে মল চত্ত্বরে এবং যাত্রাবাড়ী, ওয়ারী, বংশাল দিয়ে যারা আসবেন, তাদের গাড়ি জিরো পয়েন্ট, হাই কোর্ট হয়ে দোয়েল চত্বরে নামিয়ে বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে পার্ক  করতে হবে।

লালবাগ, কামরাঙ্গীরচর হতে আগতদের গাড়ি পলাশী-নীলক্ষেত এলাকায় রাখতে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

সকল