২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

খালেদা জিয়ার মুক্তি দাবি : শত নাগরিক কমিটিকে দাঁড়াতেই দেয়নি পুলিশ

খালেদা জিয়ার মুক্তি দাবি : শত নাগরিক কমিটিকে দাঁড়াতেই দেয়নি পুলিশ - ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারে অবিলম্বে এবং ঈদের আগেই নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় শহীদ মিনারে মৌন অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল শত নাগরিক জাতীয় কমিটি। যথাসময়ে শত নাগরিক কমিটির আহবায়ক বরেণ্য রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি, সাহিত্যিক, চিকিৎসক ও আইনজীবিগণ শহীদ মিনারে উপস্থিত হলে পুলিশ বিনা উস্কানিতে মৌন অবস্থান কর্মসূচি পণ্ড করে দেয়। এ সময় ড. এমাজউদ্দিন আহমদসহ দেশের বিশিষ্টজনদের সাথে নির্দয় আচরণ করা হয় বলে অভিযোগ করেছেন কেউ কেউ। ফলে মৌন অবস্থান কর্মসূচিতে দাঁড়াতেই পারেনি শত নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান জানান, তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঈদের আগেই মুক্তির দাবিতে মৌন অবস্থান কর্মসূচী পালন করতে চেয়েছিলেন। যথাসময়ে শহীদ মিনারে উপস্থিতও হয়েছিলেন। কিন্তু পুলিশ তাদেরকে দাঁড়াতেই দেয়নি। পুলিশের রুঢ় আচরণে তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হন।
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।


আরো সংবাদ



premium cement
‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সকল