১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জাতীয় কবির মাজারে বিএনপির শ্রদ্ধা

-

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

আজ শুক্রবার সকালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে জড়ো হন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কবির সমাধিতে শ্রদ্ধা জানান। বর্তমান সময়কে দেশের জন্য দুঃসময় হিসেবে মন্তব্য করে শোষণের শেকল ভাঙতে কবির লেখনীতে উদ্বুদ্ধ হবার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ। যখন অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রাখা হয় তখন মনে পড়ে সেই বিখ্যাত কবিতার ছন্দটি, ‘কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি’। আজকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে তাই নজরুল ইসলাম আজকে আমাদের জন্যে সবচেয়ে প্রাসঙ্গিক।”


আরো সংবাদ



premium cement