২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নীল গ্রহের নীলালো

-

ঝিক ঝিক ঝিক ট্রেন চলেছে
নিঝুম গ্রহের পানে
নামটা সবাই জানে কি আর
নীল সেই নামে।

রুপাালী মেঘের আড়ালে
আকাশ যেমন হাসে
নীল গ্রহে যার বাস সে
এমনি ভালোবাসে।

শিশু শিশু শব্দ নিয়ে
খোঁজে প্রিয় মানুষ
জগতের কঠিন সময়ে
দেখে শুধু ফানুশ।

মাঝে মাঝে নীল মানবের
ঢেউ ওঠে নীল দুখের
সমস্ত রাত কাটিয়ে শুধু
স্বপ্ন খোঁজে সুখের।

মানুষ জমায়,জমায় শব্দ
রঙবাহারের ছায়ায়
নীলগ্রহের সেই ঝাপসা দুচোখ
কাঁদে স্মৃতির মায়ায়।

জলরঙা যে নয়তো জীবন
ঘাসের বুকে শিশির
সোনার হরিণ সুখ যে সেথায়
হাতড়ে চলে নিশির।

ভালো থাকুক সব চাওয়া তার
জেগে ওঠা ভোর
হাসি খুশীর সময় কাটুক
খুলুক আলোর দোর।


আরো সংবাদ



premium cement