২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভ্যাটের চাপে পিষ্ট

-

বাজেট নিয়ে রাজনীতি বরাবরই ভালো
সুবিধা পায় উচ্চশ্রেনী টাকা যাদের কালো।
বিলাসবহুল গাড়ি কেনায় পাচ্ছে তারা ছাড়,
জীবনযাত্রায় মধ্যবিত্তের বের হয়ে যায় হাঁড়।

ভোটের তরে নিম্ন শ্রেনীর ক্ষুদ্র কিছু সুযোগ,
নির্বাচনে অর্থদাতা ওই করপোরেটের লোক।
ভ্যাটের চাপে পিষ্ট হবে মধ্য আয়ের জন,
কণ্ঠহীনা, নিরব এরা পায়না নেতার মন।

করমুক্ত আয়ের সীমায় নেইকো পরিবর্তন,
অাঁতাত করে বিত্তশালী কামাই করছে ধন।
শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র সব কিছুতেই ভ্যাট,
সরকার আর ধনীশ্রেনী গোপনে করে চ্যাট।
মন্ত্রী ভাবে গদি রাখতে লাগবে ধনীজন,
করপোরেটকর তাই কমালো পেতে ওদের মন।
৮.৬.২০১৮


আরো সংবাদ



premium cement