২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিড়ালছানা ভেবে এ কী জন্তু ঘরে আনল কিশোরী?

বিড়ালছানা ভেবে এ কী জন্তু ঘরে আনল কিশোরী? - ছবি : সংগৃহীত

ছোট্ট বিড়ালছানা রাস্তায় একা পড়ে রয়েছে। দেখে কার না মায়া লাগে বলুন? আর পাঁচজনের মতোই আর্জেন্টিনার এক কিশোরীরও ওই বিড়ালছানাকে দেখে মন কেঁদে উঠেছিল। পোষা প্রাণি হিসেবে বাড়িতে রাখবে বলেই চোখের নিমেষে সিদ্ধান্তও নিয়ে ফেলেছিল সে। সেই অনুযায়ী বাড়িতে আশ্রয়ও দিয়েছিল। কিন্তু একটু বড় হতেই বদলে গেল পোষা প্রাণিটির রূপ। সাধের বিড়ালছানাই রূপ নিল হিংস্র জন্তুর। মনখারাপের সঙ্গে পোষা প্রাণিকে বিদায় দিলো সে।

ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। একদিন আর্জেন্টিনার টুকম্যানের সান্টা রোজা দে লিলেস শহরের বাসিন্দা এক কিশোরী ভাইয়ের সঙ্গে বেড়াতে বেড়িয়েছিল। রাস্তার মাঝে ভাই-বোনের নির্ভেজাল গল্পের মাঝে কানে ভেসে আসে কাতর কান্না। ওই শব্দ শুনেই ঘটনাস্থলে পৌঁছয় সে। গিয়ে দেখে দু’টি বিড়ালছানার মতো প্রাণী। আগুপিছু না ভেবে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। তাদের খাইয়ে দেয়া, যত্ন নেয়া, নাম ঠিক করা এসব ভাবতে ভাবতেই কেটে যায় প্রায় দু’সপ্তাহ।

ওই তরুণী শখ করে এই দু’টি প্রাণীর নাম দিয়েছিলেন টিটো ও দানি। কিন্তু আচমকাই ছন্দপতন। মাত্র দু’সপ্তাহের মধ্যে মারা যায় দানি। তবে টিটো দিব্যি বড় হচ্ছিল। তার খাওয়াদাওয়া, দুষ্টুমি সামলাতে সামলাতে দিব্যি দিন কাটছিল ওই প্রাণিটির। প্রচণ্ড দুষ্টু স্বভাবের টিটো আচমকাই পায়ে চোট পায়। মনখারাপ হয়ে যায় কিশোরীর। তাকে তড়িঘড়ি নিয়ে যায় পশু চিকিৎসকের কাছে। চিকিৎসকের সঙ্গে কথা বলে অবাক হয়ে যান ওই তরুণী। কিন্তু কী এমন শুনল সে? চিকিৎসক জানিয়ে দেন, টিটোকে ঘরের আর পাঁচটি পোষা বিড়ালের সঙ্গে গুলিয়ে ফেললে ভুল হবে। কারণ, সে আদতে বনবিড়াল বা পুমা গোত্রের পশু। ধীরে ধীরে সে যত বড় হবে ততই তার অন্যরকম আচরণ সকলের নজরে আসবে বলেই জানিয়ে দেন ওই পশু চিকিৎসক। তাই টিটোকে যে বাড়িতে রাখা মোটেও শ্রেয় নয়, তা জানিয়ে দেন তিনি।

পোষা প্রাণিকে বাড়িতে রাখতে পারবে না ভেবেই মনখারাপ হয়ে যায় কিশোরীর। আপাতত টিটো আর্জেন্টিনার অ্যানিম্যাল রেসকিউ ফাউন্ডেশনের তত্ত্বাবধানেই রয়েছে। ওই সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় টিটোকে উদ্ধারের কাহিনি উল্লেখ করা হয়। ওই পোস্টটি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। টিটোকে উদ্ধারের জন্য ওই কিশোরীর প্রশংসা করেছেন পশুপ্রেমীরা।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার

সকল