২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকব...

ঢাল হয়ে সন্তানকে আগলে বসে আছে মা ভালুক - ডেইল মেইল

দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন-গাছগুলো মড়মড়িয়ে পড়ছে। চারদিকে ধুয়োর জাল। সেই জাল ভেদ করে প্রাণপণে ছুটছে মা। ছুটছে তো ছুটছে। নিজের গায় আগুনের ফুলকিতে ঝলসে যাচ্ছে। কিন্তু তাতে তোয়াক্কা না করেই ছুটে যাচ্ছে, বুকে লেপ্টে থাকা সন্তানকে নিয়ে। বহুপথ ছোটার পর আলোর মুখ দেখে। স্বস্তির নি:শ্বাস ফেলে। তারপর...। তারপর ক্লান্ত শরীরকে ঢাল বানিয়ে বুকে লেপ্টে থাকা পুচকেটাকে দুই হাতে দুলদুলিয়ে গান শোনায়, ঘুম পাড়ানি গান, 'আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকব...রাত হলে ঘুম পাড়াব...দিন হলে জাগিয়ে দেবো...।'

দাবানল

 

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কানুনগ্রাতে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি। অগ্নিনির্বাপক কর্মীরা যখন সেখানে পৌঁছান, তাদের চোখ আটকে যায় এক মায়ের উপর। ভালুক মা। তার পেছনে আগুনে পোড়া ধংসস্তুপ। ধোয়া উঠছে। এক পলকেই বোঝা যাচ্ছে, কী ধ্বংসযজ্ঞ সেখানে চলেছে। কিন্তু তার ছিটেফোটাও সন্তানের গায়ে লাগতে দেননি তিনি। ঢাল হয়ে সন্তানকে আগলে বসে আছে একটি গাছে উপর। দুলদুলিয়ে যেন ঘুম পাড়াচ্ছে সন্তানকে।

হৃদয়বিদারক এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অগ্নিনির্বাপক কর্মীরা। তাদের প্রধান পিটার ওয়াগ ডেইলি মেইলকে বলেন, 'পোড়া ধংসস্তুপের মাঝে সন্তানকে দুই হাতে দুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে।'

আগুন নেভানোর চেষ্টা

 

পরে ভালুক মা আর তার সন্তানকে ওয়াইল্ডলাইফ হসপিটালে নিয়ে যাওয়া হয়।

এই দাবানলের সময় এলাকার লোকজন অনেক প্রাণীকে বাঁচিয়েছে। কেউ কেউ ১০ কিলোমিটার পাড়ি দিয়ে তাদের নিরাপদ স্থানে রেখে এসেছে।

- ডেইলি মেইল


আরো সংবাদ



premium cement