২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মৃত মাকে জাগানোর আপ্রাণ চেষ্টা গণ্ডারশাবকের

মৃত মাকে জাগানোর আপ্রাণ চেষ্টা গণ্ডারশাবকের - ছবি : সংগ্রহ

কোনো দিন জাগবে না আর...মা কোনো দিন জাগবে না আর। তবে শিশুমন তো বোঝে না। মা গণ্ডারকে হারিয়ে শাবকও তো কাঁদে, যেমন কাঁদতে অভ্যস্ত মানবশিশুরা! এমনই এক ভিডিও ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, পশু শিকারের অমানবিক দিকটি।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে শিং ভাঙা মৃত মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে গণ্ডার শাবক। পশুশিকারী ও চোরাচালানকারীদের বন্যপ্রাণি শিকারের কুৎসিত সত্যকে সামনে এনে দিয়েছে এই ভিডিও। গত বছর দক্ষিণ আফ্রিকাতে তোলা এই ভিডিওটি মঙ্গলবার ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা পারভীন কাসওয়ান টুইটারে শেয়ার করেছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে মাটিতে পড়ে রয়েছে মৃত মা গণ্ডার, কোনো সাড়া না পেয়ে বাচ্চা গণ্ডারটি বারেবারে মাকে ঠেলে জাগানোর চেষ্টা করছে। এক আধবার মরা মায়ের দুধ খাওয়ারও চেষ্টা করে শিশুটি।

কাসওয়ানের মতে, শিশু গণ্ডারটির থেকে সেই সময় দূরে ছিল মা গণ্ডার, এবং সম্ভবত গণ্ডারের বিখ্যাত শিংয়ের জন্যই তাকে মেরে ফেলে শিকারীরা। ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, “শিকারের ছবি! একটি শিশু গণ্ডার তার মৃত মাকে জাগানোর চেষ্টা করছে। মা গণ্ডারকে মেরে ফেলেছে পশুশিকারীরা। মর্মান্তিক এবং চোখে আঙুল দিয়ে দেখানো ঘটনা।”

ভিডিও ব্যাপকভাবে অনলাইনে ছড়িয়ে পড়েছে। বহু মানুষই চোরাশিকারীদের এমন অমানবিকতার বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এবং অনেকেই এই গণ্ডার শাবকের কান্না দেখে নিজেদের ধরে রাখতে পারেননি।

দ্য ইন্ডিপেন্ডেন্টের মতে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার একটি জাতীয় উদ্যানে পাওয়া যায় এই গণ্ডারের দেহ। মারা যাওয়ার বেশ কয়েক ঘন্টা আগেই এই মা গণ্ডারের শিংটি ভেঙে নেয় পশুশিকারীরা। শিশু গণ্ডারটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে শান্ত করে কর্তৃপক্ষ এবং তারপর ওই গণ্ডার শাবককে গণ্ডারদের অনাথআশ্রমে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্মীরা তার নামকরণ করেন শার্লট।

সেভ দ্য দ্য রাইনো সংস্থার মতে, বিশ্বজুড়ে সমস্ত গণ্ডারের প্রায় ৮০% রয়েছে দক্ষিণ আফ্রিকাতে এবং কেবল ২০১৮ সালেই ৭৬৯টি চোরাশিকারের ঘটনা ঘটেছে।
সূত্র : এনডিটিভি




আরো সংবাদ



premium cement
তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি

সকল