২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মাকড়সা বৃষ্টি

মাকড়সা বৃষ্টি - ছবি : সংগৃহীত

ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে কোনো ঝড়-বৃষ্টি নয়। আকাশ থেকে পড়তে শুরু করল লাখ লাখ মাকড়সা। অনেকের কাছেই তা দুঃস্বপ্ন মনে হতে পারে। কিন্তু তা আসলে খুব একটা ভয়ঙ্কর নয়। এমন ‘মাকড়সা বৃষ্টি’র একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এর আগে ২০১৩ সালেও ওই এলাকায় এমন ‘মাকড়সা বৃষ্টি’ দেখা গিয়েছিল। এক স্থানীয় ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে হাজার হাজার মাকড়সা। তারা টেলিফোন তারের সাথে জাল বেঁধে তাতে চলাচল করছিল, যাতে দেখে মনে হয় আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে মাকড়সা।

ব্রাজিলের ওই গ্রামের জোয়াও পেড্রো মার্টিনেলি ফোনসেকা নিজের মোবাইলে ভিডিও করেন। তিনি জানান, এমন দৃশ্য তাকে ‘বিস্মিত এবং সন্ত্রস্ত’ করেছিল তীব্রভাবে।
প্রায় এক সপ্তাহ আগে ফেসবুকে জোয়াওর মা সিসিলিয়া জুনিনহো ফোনসেকা ভিডিওটি পোস্ট করার পর হাজার হাজার মানুষ রীতিমতো ভয়ে কেঁপে উঠেছেন বলে খবরে বলা হয়েছে।
জোয়াওর দিদিমা জেরিসিনা মার্টিনেলি স্থানীয় সংবাদপত্রকে বলেন, ‘আপনি ভিডিওতে যা দেখছেন তার চেয়ে ঢের বেশি মাকড়সা আর মাকড়সার জাল ছিল।’
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ব্রাজিলের ওই অঞ্চলে গরম, আর্দ্র আবহাওয়ার সময় এমন ঘটনা অস্বাভাবিক নয়। এমন মাকড়সা বৃষ্টি আবহাওয়ার ফলে অনেক সময়ই ঘটে থাকে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।

এই বিষয়ে আরাকোনোলজি বিষয়ে গবেষণারত জীববিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক অ্যাডালবার্তো ডস সান্টোস ব্যাখ্যা করে বলেন, প্রকৃতপক্ষে শিকার ধরার জন্য একটি দৈত্যাকার মাকড়সার জাল থেকে ঝুলে রয়েছে ওই মাকড়সাগুলো।
তিনি আরো জানান, এই মাকড়সাগুলো প্যারাউইক্সিয়া বিস্ট্রিয়াটা প্রজাতির অন্তর্গত। এরা এমন সূক্ষ্মভাবে জাল বুনতে পারে যা মানুষের চোখে ধরা পড়া প্রায় অসম্ভব, সেকারণেই মানুষের বিভ্রম হয়। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীর ঘটনায় ৩ মামলা তৃণমূল সংগঠনের মজবুতির জন্য কাজ করতে হবে : মাওলানা আব্দুল হালিম ‘দেশ ও জাতি দুঃসময় পার করছে’ ওসমানীনগরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২ সহ-অধিনায়ক হতে পারেন রিজওয়ান মেক্সিকোয় মেয়র প্রার্থী ছুরিকাঘাতে নিহত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহেও ক্লাস বন্ধ ঘোষণা দেশীয় খেলাকে সমান সুযোগ দিন : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের

সকল