১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শহরজুড়ে চোখ জুড়ানো শিল্পকর্ম

ফিল্থ নামে একজন শিল্পী একেছেন এই চিত্রকর্মটি - বিবিসি

ইংল্যান্ডের সেন্টার বার্মিংহাম থেকে হাঁটাপথে কিছুদূর এগোলেই চোখে পরবে প্রতিটি দেয়াল অসাধারণ হয়ে উঠেছে শিল্পীর তুলির ছোঁয়ায়।

দিগবেথ এলাকার প্রতিটি ইটের গায়ে রয়েছে বিভিন্ন দেশের শিল্পীরা আঁকা ছবি।

স্ট্রিট আর্টিস্টরা এঁকেছেন এসব ছবি। এখানকার যে শক্তিশালী একটা সংস্কৃতি রয়েছে সেটা টের পাওয়া যায় শিল্পকর্মের প্রতিটি পরতে পরতে।

গ্রাফিতি আর্টিস্ট ডট কম নামে একটা ওয়েবসাইট চালান ডেভিড পান্ডা ব্রাউন। তিনি বলছিলেন পাবলিক আর্ট, শিল্পীদেরকে এখানে টেনে আনে।

তিনি বলছিলেন, "স্ট্রিট আর্ট এবং দিগবেথের গ্রাফিতি হল এখানকার হৃৎস্পন্দন"।

"এটা এত প্রাণবন্ত, এটা পরিবর্তন যোগ্য না আর এটাই এর সৌন্দর্য্য। এটা একটা অসাধারণ জায়গা"।

ডেভিড বলছিলেন দিগবেথে কিছু অনুমতি নেয়া দেয়াল আছে। আবার কিছু একেবারেই অবৈধ প্রদর্শন আছে।

বিষয়টা হল আপনাকে অনুমতি নিতে হবে এই দেয়াল গুলো ব্যবহার করার জন্য। এটা ফ্রি না, যে আপনি আসলেন আর এঁকে ফেললেন।

আর সেই কারণেই শিল্পকর্মগুলো সত্যিই দারুণ হয়।

"গ্রাফিতির নিয়মটা হল আপনি যদি ভালো কিছু করতে না পারেন তাহলে এটা ব্যবহার করতে পারবেন না। গ্রাফিতি হল নাম এবং ট্যাগের বিষয়।" বলছিলেন তিনি।

কিছু কিছু ব্যবসায়ী তাদের দেয়ালে আঁকতে দিতে রাজি হয়েছেন তাই অনেক শিল্পীও আগ্রহ পাচ্ছেন এখানে আঁকতে।

তিনি শুনেছেন মানুষজন নাকি অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এসব স্থান থেকে আসছেন বার্মিহামের এই ইটের উপর আকার জন্য।

"গ্রাফিতি শিল্পীরা খ্যাতি পছন্দ করে। তাই তারা এখানে আসেন যাতে অন্যদের নজর কাড়তে পারেন"।

ডেভিড বলছিলেন ১৯৮৪ সালের দিকে ডিগবেথ ছিল একদম বিরান ভূমি।

তিনি বলেছিলেন "আমি বার্মিংহামকে ভালোবাসি আমি জানি এই স্থানের অনেক কিছু দেয়ার আছে। আমি চাই আরো মানুষ আসুক এবং সেটা বুঝুক।


আরো সংবাদ



premium cement
সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’

সকল