২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পিঁড়ি পিঁড়ি ওই তো... (ভিডিও)

মা শিম্পাঞ্জি তার সন্তানকে দুই পায়ের উপরে তুলে খেলছে - সংগৃহীত

পিঁড়ি পিঁড়ি ওই তো
ছাই মাটি কই?

ছোট্ট সন্তানকে পায়ের উপর তুলে এখনো এই ছন্দে খেলতে থাকেন অনেক মা-বাবা। শূন্যে ভেসে বেড়িয়ে পুঁচকেটা বড্ড মজা পায়। খিলখিল করে হাসতে থাকে। শেষ মেষ 'সোনার গাঙ্গে, না হয় রুপার গাঙ্গে' যেকোনো একটিতে ঝাঁপিয়ে পড়তে হয় পুঁচকেটাকে। এই হলো খেলা। এই খেলারই একটি ভিডিও এবার সবার হৃদয় ছুয়েঁছে।

সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করছে শিম্পাঞ্জি মা

 

নিশ্চয়ই ভাবছেন, এক মা তার সন্তানকে নিয়ে খেলছেন। কিন্তু ব্যাপারটা পুরোপুরি তা নয়, শূন্যে ভাসার এ খেলাটি এক মা শিম্পাঞ্জি খেলেছে তার সন্তানের সাথে। অস্ট্রেলিয়ার কুইসল্যান্ডের এক দল গবেষক এই ভিডিওটি ইউটিউবে প্রকাশ করে। একটি গবেষণা চলাকালীন মন ছুঁয়ে যাওয়া ঘটনাটি তারা ভিডিও করেন।

এতে দেখা যায়, এক মা শিম্পাঞ্জি তার সন্তানকে দুই পায়ের উপরে তুলে খেলছে। তার তাতে মজা পেয়ে হাত-পা ছুঁড়ে খেলছে ছোট্ট শিম্পাঞ্জি। এরপরই সন্তানকে পায়ের উপর থেকে বুকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিতে থাকে মা শিম্পাঞ্জি।

দেখুন এই ভিডিও-

 

আরো পড়ুন : সন্তানকে বাঁচাতে বন্য কুকুরদের সাথে একাই লড়াই করলো মা সিংহ

মা, সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারেন। পাশাপাশি সন্তানকে বাঁচাতে লড়াই চালিয়ে যেতে পারেন শেষ মুহূর্ত পর্যন্ত। তেমনটাই করলো এক সাহসী মা সিংহ। সন্তানদের বাঁচাতে একাই যুদ্ধ চালিয়ে গেল সে।

হ্যাঁ, যুদ্ধই বলা চলে। যেভাবে বন্য কুকুরদের দলের সাথে লড়াই করেছে সে, তাতে হতভম্ব না হয়ে পারা যায় না।

ঘটনাটি ঘটেছে আফ্রিকার বতসোয়ানার মোরেমি গেম রিজার্ভে। অন্য দিনের মতো সেখানে গাড়ি নিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিরেন শালিন ফারনান্দো। হঠাৎ তিনি দেখতে পান, এক মা সিংহকে ঘিরে আছে এক দল বন্য কুকুর। তাদের চোখ সিংহীর সন্তানদের ওপর। লোলুপ দৃষ্টি সিংহ শাবকদের ছিড়ে কুড়ে খাওয়ার।

কিন্তু সেই দৃষ্টি মা সিংহীকে দুবর্ল নয়, বরঞ্চ সাহস বাড়িয়ে দেয়। সন্তানদের বাঁচাতে সর্বশক্তি সঞ্চয় করতে থাকে। ধীরে ধীরে বন্য কুকুরগুলো মা সিংহকে ঘিরে ধরে। তেড়ে যায় সিংহী। যুদ্ধের মাঠে তাণ্ডব চালায় একাই। ঘুরে ঘুরে বন্য কুকুরদের শায়েস্তা করতে থাকে। ততক্ষণে সিংহ শাবক দেয় ছুট। আর মা একাই লড়াই চালিয়ে যায়।

এক পর্যায়ে কামড় বসায় এক কুকুরের ঘাড়ে। আছড়ে পাছড়ে নিস্তেজ করে ছাড়ে। তখনো বাকি কুকুরগুলো ঘিরে আছে, একের পর আক্রমণ করছে। কিন্তু সিংহী তাতেও দমে যাচ্ছে না। যুদ্ধক্ষেত্রে লড়াই করেই যাচ্ছে।

এভাবে প্রায় আধা ঘণ্টা চলে যুদ্ধ। ফারনান্দো পুরো ঘটনার সাক্ষী ছিলেন।

তার ভাষ্য, 'আমি পুরো ঘটনা দেখে যার পর নাই আশ্চর্য হয়েছি। কিভাবে মা সিংহ একাই লড়াই করে যাচ্ছে।'

তবে দুঃখের কথা হলো, বন্য কুকুরদের হাত থেকে সব সন্তানদের বাঁচাতে পারেনি মা। তবে শেষ পর্যন্ত লড়াই করে গেছে।

ফারনান্দো জানান, এই ঘটনার পরদিন বেঁচে যাওয়া সিংহ শাবকটিকে শিকার করতে ঘুর ঘুর করছিল লড়াইয়ে আহত বন্য কুকুরের দল।


আরো সংবাদ



premium cement