২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাজ্য হারিয়ে নিঃসঙ্গ এক সিংহ...

সিংহ
ইতোমধ্যে এ ছবি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে - সংগৃহীত

মানুষ নয়, ক্ষমতা হারালে সমাজ বিচ্ছিন করে পশুদেরও। এমনই করুণ পরিণতি হয়েছে আফ্রিকার বনের রাজার। বিশালদেহী সেই সিংহ পরিচিত স্কাইবেড স্কার নামে। এতদিন আফ্রিকার কুরগের ন্যাশনাল পার্কে রাজার জীবন কাটিয়েছে সে। কিন্তু বয়সের ভারে তার ক্ষমতা কমেছে অনেকটাই। এখন আর শিকার ধরার ক্ষমতা নেই। সিংহ সমাজেও তার আর স্থান নেই তেমন। রাজার মসনদ থেকেও তাকে সরিয়ে দিয়েছে জোয়ানরা।

এখন আর তার খাবার জোগাড়ের সামর্থ নেই। পরিবারও দেখছে না তাকে। তাই এখন খাবার, নিরাপত্তার অভাবে একাকীত্বে দিন কাটছে সিংহটির। মৃত্যুকে যেন সামনে থেকে দেখতে পাচ্ছে সে। কিন্তু উপায়ও তো নেই। এভাবে শুকিয়ে মরা ছাড়া, আর কোনো রাস্তায় খোলা নেই একসময়ের দোর্দণ্ডপ্রতাপ বনের রাজার।

এ ছবিটি প্রকাশ করেছে ক্যাটার্স নিউজ এজেন্সি। ছবিটি তুলেছেন ল্যারি প্যানেল নামে এক চিত্রগ্রাহক।

ইতোমধ্যে সেই ছবি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই মরনাপন্ন সিংহের ছবিটি।


আরো সংবাদ



premium cement