২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জাকসু নির্বাচন নিয়ে আলোচনা : আমন্ত্রণ জানানো হয়নি ছাত্রদলকে

-

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে সম্পূরক আলোচনার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাডস)। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

জাকসু নিয়ে ভাইস চ্যান্সেলর ও প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের এটাই ছিলো প্রথম খোলামেলা আলোচনা। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামসহ শিক্ষক নেতা, বিভিন্ন্ ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নিলেও দেখা যায়নি ছাত্রদলের উপস্থিতি।

ছাত্রদলের নেতারা অভিযোগ করছে তাদেরকে দাওয়াতই দেয়া হয়নি। এছাড়া অনুষ্ঠানে দাওয়াত পায়নি জাসদ ছাত্রলীগও।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, জাকসু নির্বাচন দিতে হলে অবশ্যই সহ-অবস্থান নিশ্চিত করেই দিতে হবে। ছাত্রদল ছাত্ররাজনীতির একটা বড় অংশ। আমাদের ছাড়া কখনই কোনো জাকসু আলোচনা সফল হতে পারে না। যারা এই আলোচনার আয়োজন করেছে তারা আমাদের দাওয়াত দেয়ারই প্রয়োজন মনে করেছি। যা দূরভিসন্ধিমূলক। আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই, জাকসু আমাদের প্রাণের দাবি। তাই জাকসু নির্বাচন আদায়ে ছাত্রদলকে সাথে নিয়েই কাজ করতে হবে।

এই বিষয়ে জাডস-এর সাধারণ সম্পাদক স্বাগতম নীল বলেন, ‘আমরা গত পাঁচ বছর যেসব ছাত্র সংগঠনের কোনো কর্মকা- দেখিনি, তাদেরকে আমরা দাওয়াত দেয়ার প্রয়োজনীয়তা বোধ করিনি।’

এদিকে জাকসু নিয়ে সম্পূরক আলোচনায় ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা থেমে থেমে বিভিন্ন সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবি করেছেন। তবে তারা এ ব্যাপারে প্রশাসনকে সব সময় দাবির মুখে রাখতে পারেনি। তাই প্রশাসন রিলাক্সে রয়েছে। এখন যেহেতু ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচনের হাওয়া বইছে, সেহেতু তোমরা চাপ দাও, জাকসু নির্বাচন হবে।’

তিনি আরো বলেন, ‘একদল শিক্ষক সবসময় বলে আসছে অনতিবিলম্বে, অবিলম্বে জাকসু নির্বাচন দেয়া হোক। কিন্তু কখনও তারা একান্ত আলাপে জাকসুর বিষয়ে দাবি তুলেনি। অথচ সিন্ডিকেট, ডিন নির্বাচন নিয়ে নিয়মিত আন্দোলন, অবরোধও করে থাকেন তারা। এতেই বুঝা যায় তারা কেমন জাকসু চায়।’

বর্তমান ক্ষমতাসীনদেরকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারাও সবসময় বলছে আমরা জাকসু নির্বাচন চাই। কিন্তু কতটুকু চায় তা দেখার বিষয়। তবে সকল ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা একমত হয়ে যে তারিখে নির্বাচনের পরামর্শ দেবে সে অনুযায়ী জাকসু নির্বাচন দেয়া হবে।’


আরো সংবাদ



premium cement