১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাংবাদিক আশীষকে হত্যার হুমকিতে পাঁচ সংগঠনের উদ্বেগ প্রকাশ

সাংবাদিক আশীষ কুমার দে - সংগৃহীত

সিনিয়র সাংবাদিক ও সামাজিক আন্দোলনের নেতা আশীষ কুমার দে’র বিরুদ্ধে নৌখাতের একটি দুর্নীতিবাজচক্র কর্তৃক ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানি, অপহরণ ও হত্যার হুমকি দেয়ায় পাঁচটি পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, নৌ পরিবহন অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হক গত ১২ এপ্রিল বিকালে রাজধানীর একটি রেঁস্তোরায় ঘুষের পাঁচ লাখ টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তারের পর থেকে তাঁর ঘনিষ্ঠজনেরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই হুমকি দিয়ে আসছেন। এছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা দায়েরেরও হুমকি দিচ্ছেন তাঁরা। বিবৃতিতে সামাজিক আন্দোলনের নেতারা আশীষ ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতসহ ষড়যন্ত্রকারী চিহ্নিত দালালচক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, আশীষ কুমার দে অনলাইন নিউজপোর্টাল পিটিবিনিউজবিডি.কম ও সাপ্তাহিক পাঠকের কন্ঠ’র প্রধান সম্পাদক ছাড়াও বেসরকারি সামাজিক সংগঠন ‘নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি’র সাধারণ সম্পাদক। সংগঠনটি দীর্ঘদিন যাবত নদ-নদী রক্ষা ও নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নে নানামুখি কর্মকান্ডের পাশাপাশি সমগ্র গণপরিবহন ব্যবস্থার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করে আসছে। এ কারণেই দুর্নীতিবাজচক্রটি জাতীয় কমিটির নেতাদের ওপর চরম ক্ষুব্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিদাতারা হলেন- ‘নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি’র সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া, উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্যসচিব আমিনুর রসুল বাবুল, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস, পিস- এর নির্বাহী পরিচালক ইফমা হুসেইন ও পুরানা ঢাকা নাগরিক ফোরামের আহ্বায়ক আলহাজ মো. নামিজউদ্দিন।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের

সকল