২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তিউনিসিয়ার পার্লামেন্টে নতুন জোট সরকার অনুমোদন পেল

মনোনীত প্রধানমন্ত্রী ফখফখের প্রস্তাবিত জোট সরকার ১২৯-৭৭ ভোটে অনুমোদন পায়; দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার অবসান
-

তিউনিসিয়ার পার্লামেন্ট গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট কায়েস সাঈদের মনোনীত প্রধানমন্ত্রী ইলিয়াস ফখফখের নতুন জোট সরকারকে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশটিতে গত কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো। ওই অচলাবস্থার কারণে তিউনিসিয়ার মন্থর অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া বারবার পিছিয়ে পড়ছিল।
পার্লামেন্টের বিধায়করা ফখফখের জোট সরকারের পক্ষে ১২৯ ভোট দেন আর বিপক্ষে পড়ে ৭৭ ভোট। এর আগে জানুয়ারিতে ফখফখের পূর্বসূরি আননাহদা পার্টি মনোনীত প্রধানমন্ত্রী হাবিব জামলির প্রস্তাবিত সরকার পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়।
তিউনিসিয়ার ২০১৪ সালের সংবিধানের অধীনে সংসদে সর্বাধিক আসনধারী আননাহদা পার্টিকে দেশটির সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়। গত বছরের অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনের পরে আননাহদা পার্টি সবচেয়ে শক্তিশালী সংসদীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। তবে পার্লামেন্টের মোট ২১৭টি আসনের মধ্যে মাত্র ৫২টি আসন পাওয়ায় দলটি জামলির প্রস্তাবিত সরকারকে অনুমোদনের নিশ্চয়তা দিতে পারেনি।
এর পরই প্রেসিডেন্ট কায়েস সাঈদ প্রাক্তন পর্যটন ও অর্থমন্ত্রী ইলিয়াস ফখফখকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন এবং সরকার গঠনের আহ্বান জানান। পার্লামেন্টের অনুমোদন পাওয়া নতুন জোট সরকারের মন্ত্রিপরিষদ ৩২ সদস্যবিশিষ্ট্য হবে। এতে আননাহদা পার্টির জন্য ছয়টি মন্ত্রণালয় বরাদ্দ রাখা হয়েছে।
প্রথম দিকে আননাহদা বলেছিল, মিডিয়া মোঘল হিসেবে পরিচিত নাবিল কারুইয়ের হার্ট অব তিউনিসিয়াসহ কিছু দলকে বাদ দেয়ায় তারা প্রেসিডেন্টের মনোনীত প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সরকারকে প্রত্যাখ্যান করবে। পরে প্রস্তাবিত জোট সরকারে ছোটখাটো রদবদলের পর গত সপ্তাহে আননাহদা জানিয়েছে তারা ফখফখের সরকারকে সমর্থন দেবে।

 


আরো সংবাদ



premium cement