১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

ডেমোক্র্যাট বিতর্কে আক্রমণের শিকার ব্লুমবার্গ ও স্যান্ডার্স

লাস ভেগাসে ডেমোক্র্যাট দলীয় মনোনয়নপ্রত্যাশীদের বিতর্কের একপর্যায়ে একটি পয়েন্ট তুলে ধরছেন স্যান্ডার্স। আর তা শুনছেন এলিজাবেথ ওয়ারেন ও মাইকেল ব্লুমবার্গ : এএফপি -

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার মনোনয়নপ্রত্যাশী ডেমোক্র্যাট দলের ছয়জন বুধবার রাতে দলীয় বিতর্কে অংশগ্রহণ করেছেন। বিলিয়নিয়ার মাইকেল ব্লুমবার্গ ও সিনেটর বার্নি স্যান্ডার্সই তাদের প্রধান ল্য ছিল। মনোনয়ন প্রক্রিয়ায় এখন পর্যন্ত মাইকেল ব্লুমবার্গ ও বার্নি স্যান্ডার্সের প্রার্থী হিসেবে অবস্থান বেশ জোরদার বলে মনে হচ্ছে। গত বছরের শেষে মনোনয়ন দৌড়ে শেষের দিকে যোগ দেন ব্লুমবার্গ। অথচ আলোচনা ও মনোযোগের অন্যতম কেন্দ্রে তিনি, যিনি তার প্রচারণা চালাচ্ছেন নিজের খরচে এবং ইতোমধ্যেই কয়েক শ’ মিলিয়ন ডলার খরচ করেছেন। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে মনোনয়ন লাভের আশায় ডেমোক্র্যাট দলীয় বিতর্কে শামিল হয়েছেনÑ ভারমোন্ট রাজ্যের সিনেটর বার্নি স্যান্ডার্স ও ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ডের সাবেক মেয়র পিট বুটেগাগ, মিনেসোটা রাজ্যের সিনেটর এমি কোবাসার, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ম্যাসাচুসেটস রাজ্যের সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র ও বিলিয়নিয়ার মাইকেল ব্লুমবার্গ। প্রার্থিতা ঘোষণার পর এটিই ব্লুমবার্গের প্রথম বিতর্ক এবং আমেরিকানদের কাছে এটি ছিল মিডিয়া মোগল ও নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়রের নতুনভাবে তাদের সামনে হাজির হওয়া। ব্লুমবার্গকে নারীদের নিয়ে তার অতীতের মন্তব্য থেকে শুরু করে নিউ ইয়র্ক সিটি মেয়র থাকাকালে বিতর্কিত নীতি; এসব কিছুরই নিন্দা জানান অন্য মনোনয়ন প্রার্থীরা। ওয়ারেন বলেছেন, ‘আমরা এমন এক বিলিয়নিয়ারের বিরুদ্ধে লড়ছি, যিনি নারীদের ব্যঙ্গ করে মোটা ও সমকামী বলেন। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি না, আমি মেয়র ব্লুমবার্গের কথা বলছি।’ ব্লুমবার্গ বলেন, আমি নিজের অর্থ উত্তরাধিকার সূত্রে পাইনি, তবে ব্যবসায়ী হিসেবে সম্পদ অর্জন করেছি। আমাদের মধ্যে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমি এই অর্থ ব্যয় করছি। আর আমি যদি তাকে সরাতে পারি, তবে এটি আমেরিকা ও আমার সন্তানদের জন্য একটি বড় অবদান হবে। স্যান্ডার্স তার প্রতিদ্বন্দ্বীদের প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন। যারা গণতান্ত্রিক সমাজতন্ত্র থেকে শুরু করে সবার জন্য চিকিৎসার পরিকল্পনা নিয়ে তাকে আক্রমণ করেন। ব্লুমবার্গ ও স্যান্ডার্সকে এই পর্যায়ে দু’জন নতুন গুণসম্পন্ন ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন বুটেগাগ।


আরো সংবাদ



premium cement