২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মৃত্যুর সংখ্যা ২০০০ ছাড়াল করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আশাবাদী চীনা চিকিৎসকরা

-

চীনে আরও ১৩৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। তবে নতুন রোগীর সংখ্যা আরও কমে আসায় ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আসার আশা দেখছেন চীনা চিকিৎসকরা। গত ডিসেম্বরের শেষে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত মঙ্গলবারই প্রথম নতুন রোগীর চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা ছিল বেশি।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির মূল ভূখণ্ডে আরও এক হাজার ৭৪৯ জনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৮২৪ জন। সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ১৮৫ জনে। আর অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। গত সোমবার চীনে মোট ১৩৬ জনের মৃত্যু হয়েছে নতুন এ করোনাভাইরাসে, এর মধ্যে হুবেই প্রদেশেই মারা গেছেন ১৩২ জন। তাতে চীনের মূল ভূখণ্ডে নতুন করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে দুই হাজার চারজনে। হংকংয়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে বুধবার। তাতে চীনের মূল ভূখণ্ডের বাইরে এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জনে। আর সব মিলিয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে দুই হাজার ১০ জনে।
সার্স ও মার্স পরিবারের সদস্য নতুন এ করোনাভাইরাসের নাম দেয়া হয়েছে নভেল করোনাভাইরাস। আর এর সংক্রমণে ফুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে, তাকে বলা হচ্ছে কভিড-১৯। ভাইরাসের বিস্তার ঠেকাতে উহানসহ কয়েকটি শহর গত জানুয়ারি থেকেই কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ সপ্তাহের শুরুতে পুরো হুবেই প্রদেশে যানবাহন চলাচলের ওপর নতুন করে কড়াকড়ি আরওপ করা হয়েছে। জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন বের না করতে বলা হয়েছে বাসিন্দাদের। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কলকারাখানা বন্ধ রাখতে বলা হয়েছে। চীন চিকিৎসকরা বলছেন, এই কড়াকড়ির ফলেই কমে আসছে নতুন সংক্রমণ। হুবেইয়ের বাইরে অন্য এলাকাগুলোতে নতুন রোগীর সংখ্যা ১৫ দিন ধরেই কমছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কভিড-১৯ এর প্রাদুর্ভাব কোন দিকে মোড় নিচ্ছে, সে বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা ঠিক হবে না।
হংকংয়ে দ্বিতীয় মৃত্যু : হংকংয়ে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্তদের মধ্যে দ্বিতীয় আরেকজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার হংকংয়ের প্রিন্সেস মার্গারেট হাসপাতালে তার মৃত্যু হয় বলে হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন। হাসপাতালটির ওই মুখপাত্র জানান, ৭০ বছর বয়সী ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর বুধবার সকাল ৭টায় (স্থানীয় সময়) তিনি মারা যান। ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভোগা এই রোগীর মৃত্যুর সঠিক কারণ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসা কর্মীরা।
দণি কোরিয়ায় আক্রান্ত ৫০ জন : দণি কোরিয়ায় গতকাল বুধবার নতুন করে ১৫ জন করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৫০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অন্তত ১১ জন দণিাঞ্চলীয় নগরী দেইজুর বাসিন্দা। চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দণি কোরিয়ার বাণিজ্য প্রধান দণিাঞ্চলে অর্থনৈতিক ধস নেমেছে। কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) এক বিবৃতিতে বলেছে, নতুন করে ১৫ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জন। তাদের মধ্যে ১৩ জন দেইজু ও আশপাশের এলাকার। তাদের ১১ জন করোনাভাইরাস আক্রান্ত ৬১ বছরের এক নারীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কেসিডিসি জানায়, তাদের ১০ জন ওই নারীর সাথে একটি চার্চে গিয়েছিলেন।


আরো সংবাদ



premium cement
মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান

সকল