২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সুদানের আকাশে ইসরাইলি বিমান

-

প্রথমবারের মতো সুদানের আকাশপথ ব্যবহার করেছে ইসরাইল। রোববার গভীর রাতে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, এই প্রথম ইসরাইলের বাণিজ্যিক বিমানগুলো সুদানের আকাশসীমা ব্যবহার করেছে।
চলতি মাসের শুরুতে সুদানের ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের প্রধান আবদুল ফাত্তাহ আল-বুরহানের সাথে উগান্ডায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন নেতানিয়াহু। সুদানের সরকারি মুখপাত্র পরে বলেন, বুরহান সম্পর্ক স্বাভাবিক করার বা কূটনৈতিক সম্পর্ক গড়ার কোনো প্রতিশ্রুতি দেননি। তবে ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছিল, সুদানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ইসরাইলি প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের কিছুদিন পরই আকাশসীমা ব্যবহারের ঘোষণা দিলেন তিনি।
খার্তুম জানিয়েছে, সুদানের সামরিক রাষ্ট্রপ্রধান আবদুল ফাত্তাহ আল-বুরহান উগান্ডায় নেতানিয়াহুর সাথে দেখা করার দু’দিন পর ৫ ফেব্রুয়ারি তারা ইসরাইলি বিমানকে আকাশসীমা ব্যবহারের প্রাথমিক অনুমোদন দিয়েছিল। বিস্তারিত উল্লেখ না করে রোববার সন্ধ্যায় জেরুসালেমে আমেরিকান ইহুদি নেতাদের নেতানিয়াহু বলেন, সুদানের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আমরা দ্রুত আলোচনা করছি। গতকাল ইসরাইলের প্রথম বিমানটি সুদানের আকাশ ব্যবহার করেছে। এটি এক ধরনের পরিবর্তন। এটি শত্রু রাষ্ট্রের সাথে উষ্ণ সম্পর্কের আরেকটি উদাহরণ।’
ইসরাইলের সাথে আপসের বিরুদ্ধে সুদানে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। ইসরাইলি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের প্রতিবাদে সুদানজুড়ে কয়েক দিন প্রতিবাদ সমাবেশ হয়েছে। হাজার হাজার সুদানি বিক্ষোভকারী রাজধানী খার্তুমের রাজপথে ইসরাইলবিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীরা ‘আত্মসমর্পণ করব না’, ‘দেশ বিক্রি করব না’, ‘ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক মেনে নেবো না’ ইত্যাদি বলে স্লোগান দেন। কৌশলগতভাবে দেশ দু’টি যুদ্ধের অবস্থায় রয়েছে।

 


আরো সংবাদ



premium cement
শিক্ষায় ব্যাঘাত : ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম-স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ২৯০ কোটি ডলারের মামলা আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০

সকল