২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইরান ও ইরাক নীতি নিয়ে সাক্ষ্য দিতে রাজি পম্পেও

-

ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস কমিটি মঙ্গলবার বলেছে, যুক্তরাষ্ট্রের ইরান ও ইরাকের নীতি সম্পর্কিত গণশুনানিতে সাক্ষ্য দেয়ার জন্য মাইক পম্পেওর সাথে একটি চুক্তিতে পৌঁছেছে কমিটি। কমিটির পূর্ববর্তী প্রস্তাব প্রত্যাখ্যানের পরে দেয়া হুমকির পরে এই সম্মতি দিয়েছেন পম্পেও।
হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান প্রতিনিধি এলিয়ট এঙ্গেল এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি মঙ্গলবার পম্পেওর সাথে কথা বলেছেন। কমিটির বার্ষিক বাজেট শুনানিতে উপস্থিত হতে অস্বীকৃতি জানিয়েছেন পম্পেও। তবে পৃথক শুনানিতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। শিগগিরই শুনানির জন্য একটি তারিখ ঘোষণা করা হবে ।
ট্রাম্পের কিছু সহযোগী রিপাবলিকানসহ কংগ্রেসের সদস্যরা ইরানের সেনা কমান্ডার কাসেম সোলাইমানিকে এই মাসে ইরাকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করার বিষয়ে আরো তথ্যের জন্য ট্রাম্প প্রশাসনকে চাপ দিচ্ছেন। আইনপ্রণেতারা যুদ্ধক্ষেত্রের আইন পাস করার জন্যও কাজ করছেন, যেখানে কংগ্রেসের সম্মতি ছাড়াই বিদেশে মার্কিন সেনা মোতায়েনে প্রেসিডেন্টের ক্ষমতার ওপর জোর দিয়েছেন ট্রাম্প।


আরো সংবাদ



premium cement