২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মোগাদিসুতে অনাহারে ৩ শিশুর মৃত্যু

-

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ক্ষুধায় কাতর হয়ে অন্তত তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের ক্যাম্পে চার থেকে ছয় বছর বয়সী এসব শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম রেডিও সাবেলে। সোমালিয়ার দুর্ভোগ কবলিত মানুষের জন্য জাতিসঙ্ঘ ১০০ কোটি ডলার সাহায্যের আবেদন জানানোর এক দিনের মাথায় এসব শিশুর মৃত্যু হয়।
১৯৯১ সালে সেনা শাসনের অবসান হওয়ার পর থেকে সোমালিয়াতে সহিংসতা ও অস্থিতিশীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট মোহাম্মদ সিয়াদ বারে ক্ষমতাচ্যুত হলে দেশের যুদ্ধবাজ গোত্রপতিরা হানাহানিতে জড়িয়ে পড়লে সোমালিয়া কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ২০১২ সালে দেশটিতে জাতিসঙ্ঘ সমর্থিত সরকার দায়িত্ব নেয়। এরপর বিদ্রোহী আল শাবাবকে বাধাগ্রস্ত করা সম্ভব হলেও সোমালিয়ার গ্রামীণ এলাকায় তারা এখনো তৎপর। সোমালিয়ার বিভিন্ন ক্যাম্পে প্রায় ৩০ লাখ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের বসবাস। সহিংসতা থেকে পালিয়ে তারা বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এই ক্যাম্পগুলোতে খাবার, চিকিৎসাসহ মৌলিক চাহিদার ব্যাপক সঙ্কট রয়েছে। মোগাদিসুর একটি ক্যাম্পে বসবাসকারী এক মা বলেন, এখানে আমাদের জীবন দুর্বিষহ, আজ তিন শিশু রোগ, ক্ষুধা আর অপুষ্টিতে আক্রান্ত হয়ে মারা গেছে।


আরো সংবাদ



premium cement