২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
আরেক কমান্ডারকে হত্যা

উত্তরসূরিকেও সোলাইমানির পরিণতি ভোগ করতে হবে : ব্রায়ান হুক

-

ড্রোন হামলায় নিহত কাসেম সোলাইমানির উত্তরসূরি যদি মার্কিনিদের মারার একই পথ অনুসরণ করেন তাহলে তাকেও নিহত ইরানি কমান্ডারের পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ দূত ব্রায়ান হুক এ হুঁশিয়ারি দিয়েছেন। সুইজারল্যান্ডের ডাভোসে আরবি ভাষার দৈনিক আশরাকুল আওসাতকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরানঘনিষ্ঠ মিলিশিয়াদের ধারাবাহিক হামলার পেছনে সোলাইমানিই মূল পরিকল্পক ছিলেন বলে ওয়াশিংটন অভিযোগ করে আসছে। ছয় জাতি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল; এরই একপর্যায়ে চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোলাইমানির ওপর ড্রোন হামলার নির্দেশ দেন।
মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব বৃদ্ধিতে ভূমিকা রাখা কুদস বাহিনীর কমান্ডার নিহতের প্রতিক্রিয়ায় ইরাকের দু’টি সামরিক ঘাঁটির মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান; যদিও তাতে কোনো মার্কিন সেনা নিহত হয়নি বলে দাবি পেন্টাগনের। সোলাইমানির মৃত্যুর পরপরই ইরান কুদস বাহিনীর ডেপুটি কমান্ডার ইসমাইল ঘানিকে দেশটির বিপ্লবী রক্ষীবাহিনীর বিদেশী শাখাটির নতুন প্রধান নিযুক্ত করে। দায়িত্ব নিয়ে নতুন কমান্ডার ঘানিও সোলাইমানির দেখানো ‘আলোকোজ্জ্বল পথেই’ হাঁটার কথা জানিয়ে মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য ছাড়া করাই ‘মূল লক্ষ্য’ বলে ঘোষণা করেন।
দাভোসে আশরাক আল আওসাতকে ব্রায়ান হুক বলেন, ‘যদি ইসমাইল ঘানিও মার্কিনিদের মারার একই পথ অনুসরণ করেন তাহলে তাকেও ওই পরিণতি ভোগ করতে হবে।’ সাক্ষাৎকারে ট্রাম্পের ‘মার্কিনি কিংবা মার্কিন স্বার্থের ওপর আঘাতের ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখানোর’ কথাও স্মরণ করিয়ে দেন ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের এ বিশেষ দূত।

 


আরো সংবাদ



premium cement
সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম

সকল