১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

লেবানন সীমান্তে অ্যান্টি-টানেল সেন্সর নেটওয়ার্ক তৈরি করবে ইসরাইল

-

যেকোনো আন্তঃসীমান্ত টানেল নেটওয়ার্ক শনাক্ত করতে সংবেদশীল একটি ভূগর্ভস্থ নেটওয়ার্ক নির্মাণ করবে ইসরাইল। লেবাননের সীমান্তে এমন সুড়ঙ্গপথ নির্মাণ শুরু করতে রোববার ঘোষণা দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ গ্রুপের খনন করা কয়েকটি অনুপ্রবেশ টানেল ধ্বংস করার এক বছর পর এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
লেবাননের সীমানার কথা উল্লেখ করে সাংবাদিকদের কাছে সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট-কর্নেল জনাথন কনরিকাস বলেছেন, ‘সব খননকাজ ইসরাইলের সমুদ্র সীমানার মধ্যেই করা হচ্ছে। ইসরাইলের নেটওয়ার্ক পরিকল্পনায় কোনো সীমানা প্রাচীর নেই। তবে ভূমিকম্প ও শাব্দিক সেন্সরগুলো মাটিতে পুঁতে দেয়া হবে’।
কনরিকাস বলেছেন, দক্ষিণ লেবাননের জাতিসঙ্ঘের শান্তিরক্ষীদের এই কাজ সম্পর্কে জানিয়েছিল ইসরাইল। আমরা কী করছি তা নিশ্চিত করার জন্য এবং সবাই ইসরাইলের সীমানার মধ্যেই কাজ করে যাচ্ছি তা নিশ্চিত করার জন্য।
তিনি বলেন, ইসরাইলের সীমান্তবর্তী মিসগাভ আমে রোববার এই নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু হয়েছে এবং সেখানে খননকাজ সম্পন্ন করতে দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে।


আরো সংবাদ



premium cement