১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চেক রিপাবলিকে প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রে আগুনে নিহত ৮

-

চেক রিপাবলিকে একটি প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৪৯ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জরুরি সার্ভিসের মুখপাত্র প্রকোপ ভোলেনিক জানিয়েছেন।
জার্মানির সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় শহর ভেইপ্রেতের এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আগুন লাগার কারণ পরিষ্কার হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে চেক দমকল কর্মীদের সাথে জার্মানির কর্মীরাও যোগ দিয়েছিলেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তাদের কাজে বিঘœ ঘটে। আগুন আর ছড়িয়ে না পড়লেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানান তারা।
ঘটনাস্থলে জার্মানির দু’টি অ্যাম্বুলেন্সসহ সাতটি অ্যাম্বুলেন্স উপস্থিত ছিল বলে ভোলেনিক জানিয়েছেন। লিডোভে নোভিনি সংবাদপত্রের খবর অনুযায়ী, ১৯৯০ সালের পর চেক রিপাবলিকে হওয়া দ্বিতীয় সবচেয়ে শোচনীয় অগ্নিকাণ্ডের ঘটনা এটি।
এর আগে ২০০০ সালে রাজধানী প্রাগে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহহীন ৯ ব্যক্তি মারা গিয়েছিল। এবারের ঘটনাস্থল ভেইপ্রেতে প্রাগ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

 


আরো সংবাদ



premium cement