২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আফগানিস্তান থেকে ৪ হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

-

আফগানিস্তানে মোতায়েন আরো চার হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক দিনের মধ্যেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান থেকে চার হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আফগানিস্তানে আর আট থেকে নয় হাজার মার্কিন সেনা থাকবে। গত বৃহস্পতিবার আফগানবিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমে খালিলজাদ তালিবান নেতাদের সাথে শান্তিচুক্তির ব্যাপারে আলোচনা করেছেন। এরপরই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানাল যুক্তরাষ্ট্র। তবে ঠিক কবে থেকে সেনা প্রত্যাহার শুরু হবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য জানাননি মার্কিন সেনা কর্মকর্তারা।
এ দিকে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, সেনা প্রত্যাহারের ব্যাপারে তারা কোনো নির্দেশ পাননি।

 


আরো সংবাদ



premium cement