২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আটক কাশ্মিরিদের মুক্তি দাবি মার্কিন কংগ্রেসের

-

কাশ্মিরের সার্বিক পরিস্থিতি নিয়ে আবার কথা বললেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। উপত্যকায় আটক সব রাজনৈতিক বন্দীর মুক্তি ছাড়াও সেখানকার যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করার জন্য নরেন্দ্র মোদি সরকারকে আহবান জানিয়েছেন তারা। এই বিষয়ে মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে একটি পস্তাব উপস্থাপন করা হয়েছে।
গত শুক্রবার রিপাবলিকান দলের স্টিভ ওয়াটকিন্সের সাথে মিলে ওই ‘বাইপার্টিসন রেজুলিউশন’টি আনেন ডেমোক্র্যাট দলের প্রমীলা জয়পাল। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক প্রমীলার ওই প্রস্তাবে ভারত সরকারের কাছে আবেদন করে বলা হয়েছে, অবিলম্বে জম্মু ও কাশ্মিরে আটক সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়া হোক। সেই সাথে ইন্টারনেটসহ যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে হবে। কাশ্মিরের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার কথাও বলা হয়েছে ওই প্রস্তাবে। গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকেই উপত্যকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে সেখানে নিষেধাজ্ঞার কড়াকড়ি শুরু করে নরেন্দ্র মোদি সরকার। কারফিউ জারি করা, তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ বহু রাজনৈতিক নেতাকে আটক করে রাখা থেকে শুরু করে সব যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেয়া হয়। বন্ধ রাখা হয় উপত্যকার স্কুল-কলেজ-দোকানপাট-অফিস। উপত্যকায় বিদ্রোহের আশঙ্কাতেই এত কড়াকড়ি বলে দাবি করে নরেন্দ্র মোদি সরকার। এরপর পোস্টপেড মোবাইল ও ল্যান্ডলাইন চালু করা হলেও এখনো বন্ধ প্রায় ২০ লাখ প্রি-পেইড মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা। সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement