২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই তোপের মুখে বিজেপি

-

ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই তোপের মুখে পড়েছে বিজেপি। কাশ্মির পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারকে কোণঠাসা করতে একযোগে বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা।
গতকাল সোমবার অধিবেশন শুরুর পরপরই কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও ডিএমকে ওয়েলে নেমে হইচই শুরু করে। তারা বলেন, ৩৭০ ধারা বিলোপের পর ১০০ দিন কেটে গিয়েছে, এখনো কাশ্মির অবরুদ্ধ। এর মধ্যেই অধিবেশন চলাকালীন ওয়াক-আউট করে শিবসেনা।
শীতকালীন অধিবেশনের শুরুতেই বিজেপি সরকারের তীব্র বিরোধিতা করে বিরোধী দলগুলো। কংগ্রেস, তৃণমূল ও শিবসেনা একসাথে মুলতবি প্রস্তাব আনে। কাশ্মির পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে কংগ্রেস। মহারাষ্ট্রে অতিবৃষ্টির জেরে ফসলের ক্ষতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে শিবসেনা।
কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে আটকে রাখার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি চান তৃণমূলের এমপি সৌগত রায়। মহারাষ্ট্রের কৃষক সমস্যা নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ শুরু করেন শিবসেনার পার্লামেন্ট মেম্বাররা। যদিও লোকসভা স্পিকার ওম বিড়লা মুলতবি প্রস্তাব খারিজ করে দেন।
আসাম থেকে নির্বাচিত কংগ্রেসের পার্লামেন্ট মেম্বার গৌরভ গগৈ পার্লামেন্ট সংলগ্ন মহাত্মা গান্ধীর মূর্তির সামনে দূষণের মাত্রা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান।


আরো সংবাদ



premium cement