২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভারতের নতুন প্রধান বিচারপতি বোবদে

-

ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন শরদ অরবিন্দ বোবদে। গতকাল সোমবার দেশটির ৪৭তম প্রধান বিচারপতি শপথগ্রহণের মধ্য দিয়ে পূর্বসূরি রঞ্জন গগৈয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।
গতকাল সোমবার সকালে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ১৮ মাস এই পদের দায়িত্বে থাকবেন তিনি। প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৬৩ বছরের বোবদের মেয়াদ থাকবে প্রায় ১৭ মাস। তিনি ২০২১ সালের ২৩ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
গত রোববার প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন রঞ্জন গগৈ। তার উত্তরসূরি শরদ অরবিন্দ বোবদে ইতঃপূর্বে বেশ কয়েকটি আলোচিত মামলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। যে মামলায় অযোধ্যার ঐতিহ্যবাহী বাবরি মসজিদের ধ্বংসস্তূপের ওপর রাম মন্দির নির্মাণের রায় দেয়া হয়েছিল; সেই মামলায় পাঁচ সদস্যের বিচারিক বেঞ্চের একজন ছিলেন শরদ অরবিন্দ বোবদে।


আরো সংবাদ



premium cement