২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বলিভিয়ায় মোরালেস সমর্থকদের ওপর পুলিশের গুলি, নিহত ৫

চ্যাপারে প্রদেশের সাকাবাতে দাঙ্গা পুলিশ এবং সৈন্যদের সাথে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের সংঘর্ষ : এএফপি -

বলিভিয়ার নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে পাঁচজন নিহত ও অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহতের খবর নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
২০ অক্টোবর বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়ী হন ইভো মোরালেস। তবে বিরোধীরা তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনে। একপর্যায়ে মোরালেসের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। গত ১০ নভেম্বর সেনাবাহিনীর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালেস। পরদিন তাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার কথা জানায় মেক্সিকো। একদিন পর তিনি মেক্সিকোয় পৌঁছে রাজনৈতিক লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন। এরই মধ্যে ১২ নভেম্বর পার্লামেন্টে কোরাম সঙ্কটের মধ্যে নিজেকে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন দেশটির বিরোধীদলীয় সিনেটর জেনিন আনেজ। এর পরই রাজনৈতিক সঙ্কট সমাধানে জাতিসঙ্ঘকে হস্তক্ষেপের আহ্বান জানান মোরালেস।
রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, গত শুক্রবার সকালে সাকাবায় কয়েক হাজার আদিবাসী বিক্ষোভকারী জড়ো হন। কিন্তু কোচাবামবা শহরের সামরিক তল্লাশি চৌকি তারা অতিক্রম করতে চাইলে সংঘর্ষ শুরু হয়। গত কয়েক সপ্তাহজুড়ে এই জায়গায় বেশ কয়েকবার মোরালেসপন্থী ও তাদের বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের পর দেশটিতে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
একজন চিকিৎসক জানিয়েছেন, শুক্রবার নিহতদের বেশির ভাগই সাকাবা শহরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়েছে পুলিশ। তারা মেক্সিকোয় নির্বাসিত মোরালেসের ফিরে আসার দাবি জানাচ্ছিলেন। ইমাটেরিও কোলক স্যানচিজ নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, তিনি বেশ কয়েকজন বিক্ষোভকারীর লাশ দেখেছেন। পুলিশের গুলিতে তারা নিহত হয়েছেন।
এ দিকে বলিভিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে একনায়ক বলে আখ্যা দিয়ে মোরালেস এক টুইটার বার্তায় লিখেছেন, বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়েছে। শুক্রবার বিবিসিকে মোরালেস বলেন, নির্বাচন নিয়ে আমার বিরুদ্ধে আনতে পারে এমন কোনো বাস্তব অভিযোগ নেই। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনাইন আনেজের বিষয়ে বলেন, আমি বলিভিয়া ফিরলে হয়তো তার বিরুদ্ধে মামলা করব।

 


আরো সংবাদ



premium cement