১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কাশ্মিরে রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি

-

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে রাজনৈতিক তৎপরতা শুরু করতে বিভিন্ন দলের নেতাদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছে ন্যাশনাল কনফারেন্স। দলটির সচিব রতন লাল গুপ্তা নেতাদের ‘গৃহবন্দী’ করাকে অগণতান্ত্রিক বলে উল্লেখ করে বলেছেন, সরকারের উচিত ন্যাশনাল কনফারেন্সসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মুক্তি দেয়া।
জম্মু-কাশ্মির থেকে ভারতের কেন্দ্রীয় সরকার সে রাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয়ার পরে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী ডা: ফারুক আবদুল্লাহ, সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং পিডিপি নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গৃহবন্দী রয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতাকর্মী-সমর্থককে আটক অথবা গ্রেফতার করা হয়েছে।
ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র রতন লাল গুপ্তা এক বিবৃতিতে বলেছেন, রাজনৈতিক নেতাদের আটকে রাখা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।


আরো সংবাদ



premium cement