২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

স্পেনের নির্বাচনে সোস্যালিস্টরা জয়ী

কট্টরপন্থীদের উত্থান
ইসরাইলের কাছে ইজারা দেয়া বাকুরা এলাকায় তাঁবু ও জর্দানি পতাকার কাছে মোতায়েন জর্দানের সৈন্যরা হইন্টারনেট -

স্পেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন সোস্যালিস্টরা (পিএসওই) সবচেয়ে বেশি আসনে জয় পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং ডানপন্থী দলগুলো তুলনামূলক ভালো ফল করেছে।
রোববারের নির্বাচনের ফলাফলে রক্ষণশীল পপুলার পার্টি (পিপি) দ্বিতীয় অবস্থানে আছে এবং কট্টর ডানপন্থী ভক্সের আসন সংখ্যা দ্বিগুণ হয়ে দলটি তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। চার বছরের মধ্যে এটি স্পেনের চতুর্থ সাধারণ নির্বাচন। ২০১৫ সাল থেকেই স্পেন একটি স্থিতিশীল সরকারের অপেক্ষায় আছে। চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনেও পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। সবচেয়ে বেশি আসন পাওয়া সোস্যালিস্টরা সরকার গঠনে ব্যর্থ হয়। এ কারণেই আরেকটি নির্বাচন অনিবার্য হয়ে পড়ে।
এবারের নির্বাচনে পার্লামেন্টের ৩৫০টি আসনের মধ্যে সোস্যালিস্টরা ১২০টি আসন পেয়েছে, যা এপ্রিলের নির্বাচনে পাওয়া আসন থেকে তিনটি কম। ওই নির্বাচনে পিপি ৬৬ আসন পেলেও এবার ৮৮টি আসন পেয়েছে আর ভক্স আগের নির্বাচনের মাত্র ২৪টি আসন পেলেও এবার ৫২টি আসনে জয় পেয়ে প্রধান দলগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। কাতালান সঙ্কট ভক্সকে নির্বাচনে অভূতপূর্ণ ফল করতে সাহায্য করেছে বলে ধারণা বিশ্লেষকদের। কারণ স্পেনের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের মধ্যে কট্টর বিচ্ছিন্নতাবাদবিরোধী মনোভাব আছে। তারাই কাতালোনিয়ার স্বাধীনতার কট্টরবিরোধী ভক্সকে সমর্থন যুগিয়েছে বলে ধারণা বিশ্লেষকদের।
কর্মসূচির দিক থেকে সোস্যালিস্ট পার্টির স্বাভাবিক রাজনৈতিক মিত্র বামপন্থী পোদেমোস ৩৫টি আসন পেয়েছে। এই দুই দলের সম্মিলিত আসনও সরকার গঠনের জন্য কাক্সিক্ষত ১৭৬ আসন থেকে অনেক দূরে আছে। অন্য দিকে মধ্য ডানপন্থী ফিউদাদানোস বা নাগরিক দল এ নির্বাচনে ভরাডুবির শিকার হয়েছে, এপ্রিলের নির্বাচনে ৫৭টি আসন পাওয়া দলটি এবার মাত্র ১০টি আসন পেয়েছে। এবারের নির্বাচনের প্রচারেও কাতালোনিয়ার সঙ্কটই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে; ডানপন্থী ভক্স, পিপির পাশাপাশি ফিউদাদানোসও কাতালোনিয়ার বিচ্ছিন্ন হওয়ার চেষ্টার বিরুদ্ধে কট্টর অবস্থান নিয়েছিল।
এপ্রিলের নির্বাচনেই মোট ভোটের ১০ শতাংশেরও বেশি পেয়ে নিজেদের উত্থানের জানান দিয়েছিল ভক্স। ওই একই নির্বাচনে আরেক ডানপন্থী দল পিপির ভরাডুবি হয়েছিল। নিজেদের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বাজে ফল করেছিল তারা। এবারের নির্বাচনের সার্বিক ফলে স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্ষমতাসীন সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টির (পিএসওই) নেতা পেদ্রো সানচেজ জয় পেলেও পরিস্থিতি তার অনুকূলে নেই। ডানপন্থীদেরও সরকার গঠন করার মতো অবস্থান নেই। এ পরিস্থিতিতে আচলাবস্থা ভাঙতে সানচেজ পিপির সমর্থন নিয়ে সরকার গঠন করতে রাজি হলে আর পিপি তাতে সমর্থন দিলে পরিস্থিতি অন্য দিকে মোড় নিতে পারে, তা না হলে দেশটিতে চলতি বছরে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠানের পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।

 


আরো সংবাদ



premium cement
পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার

সকল