১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

লরিতে সেই ৩৯ লাশের পরিচয় প্রকাশ

-

যুক্তরাজ্যের এসেক্সে লরির হিমশীতল ট্রেইলারে পাওয়া ৩৯ লাশের পরিচয় শনাক্ত শেষে তাদের নাম প্রকাশ করেছে ব্রিটিশ পুলিশ। নিহতদের সবাই ভিয়েতনামী। তাদের বয়স ১৫ থেকে ৪৪-এর মধ্যে।
লাশগুলোর মধ্যে ১০টি কিশোর বয়সীর লাশও শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দু’জনের বয়স ১৫ বলে জানিয়েছে বিবিসি। গত ২৩ অক্টোবর গ্রেইসের একটি শিল্প পার্কে ওই লরির ভেতর থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়।
এসেক্স পুলিশের সহকারী প্রধান কনস্টেবল টিম স্মিথ বলেছেন, ‘আমাদের অগ্রাধিকার ছিল নিহতদের পরিচয় শনাক্ত করা, তাদের মর্যাদা অক্ষুণœ রাখা এবং তাদের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সহায়তা করা।’
যে কনটেইনারের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে সেটি বেলজিয়ামের জিব্রুগা থেকে টেমসের পারফ্লিট নদীবন্দরে নামে বলে ধারণা করা হচ্ছে। লরিটির চালক নর্দার্ন আয়ারল্যান্ডের মরিস রবিনসনের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে। ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানার আওতায় আয়ারল্যান্ডের পুলিশ ডাবলিন থেকে ২২ বছর বয়সী যুবক এমন হ্যারিসনকে গ্রেফতার করেছে। তাকে হস্তান্তরে প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।


আরো সংবাদ



premium cement

সকল