২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ইরানে ভূমিকম্পে ৫ জনের মৃত্যু

-

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরো ১২০ জন। গতকাল শুক্রবার ভোর রাত ২টা ২০ মিনিটের দিকে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে আঘাত হানে ভূমিকম্পটি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটি পূর্ব আজারবাইজানের হাশত্রুদ শহর থেকে ৫৭ কিলোমিটার দূরে আঘাত হানে। এতে একাধিক ছোট গ্রাম ধ্বংস হয়ে গেছে বলে জানায় ইরানের আধা-রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি সেবাদানকারী দল মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ইরান ভূমিকম্পপ্রবণ আরবীয় ও ইউরেশীয় প্লেটের প্রধান চ্যুতি রেখার মাঝখানে অবস্থিত। দেশটিতে পূর্বেও প্রাণঘাতী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গত বছর ইরাক-ইরান সীমান্তে আঘাত হানা এক ভূমিকম্পে প্রাণ হারায় অন্তত ৩৬১ জন মানুষ। এর আগে, ২০১৭ সালে ইরাক-ইরান সীমান্তের কাছে ৭.৩ মাত্রার এক ভূমিকম্পে নিহত হয় ৪০০’র বেশি মানুষ। চলতি শতকে ইরানে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয় ২০০৩ সালে।


আরো সংবাদ



premium cement