২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জলবায়ু পরিবর্তনবিরোধী বিক্ষোভে লন্ডনে রেল চলাচল ব্যাহত

-

জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্বনেতাদের উদাসীনতার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ডাক দেয়া বিক্ষোভকারীদের বাধার মুখে লন্ডনের রেল চলাচল বিঘিœত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। বৃহস্পতিবার ভূগর্ভের একটি ট্রেনের ছাদে ওঠা এক বিক্ষোভকারী ক্ষুব্ধ যাত্রীদের মারধরেরও শিকার হয়েছেন বলে জানা গেছে।
পরিবেশবাদী আন্দোলন ‘এক্সটিঙ্কট রেবিলিয়নের’ ডাক দেয়া আইন অমান্য কর্মসূচির দ্বিতীয় সপ্তাহে এ ঘটনা ঘটল। লন্ডনের আন্দোলনকারীরা জলবায়ু পরিবর্তনের হুমকির দিকে নজর ফেরাতে এর আগে বিভিন্ন সরকারি ভবন, স্থানীয় একটি বিমানবন্দর ও ব্ল্যাকরকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে বিঘœ ঘটাতে চেষ্টা চালিয়েছিল।
পরিবেশবাদী এ গোষ্ঠীটির প্রতিবাদ কৌশলের সমালোচনা করে লন্ডনের মেয়র, পুলিশ ও যাত্রীরা গণপরিবহনকে ভ্রমণের সবচেয়ে পরিবেশবান্ধব উপায় হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। অনেকে ‘এক্সটিঙ্কট রেবিলিয়নের’ কর্মকাণ্ডকে নৈরাজ্য হিসেবেও অভিহিত করেছেন। লন্ডন পুলিশ বিবৃতিতে জানিয়েছে, ‘কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। রেল যোগাযোগ ফের চালুর জন্য কর্মকর্তারা কাজ করছেন।’ বৃহস্পতিবার শ্যাডওয়েল ও স্ট্র্যাটফোর্ডের পাশাপাশি কানারি হোয়ার্ফ অর্থনৈতিক জেলার নিকটবর্তী ক্যানিং টাউনে আন্দোলনকারীরা রেল চলাচলে বিঘœ ঘটাচ্ছে খবর পেয়ে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ তাৎক্ষণিক সেখানে যায়। ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের ক্যানিং স্টেশনে থেমে থাকা একটি ভূগর্ভের ট্রেনের ছাদে ‘এক্সটিঙ্কট রেবিলিয়নের’ ব্যানার মেলে ধরতে দেখা গেছে। ক্ষুব্ধ ট্রেনযাত্রীরা এদের একজনের দিকে খাবার ছুড়ে মারেন এবং পরে তাকে ছাদ থেকে টেনে নামান।
লন্ডনের আন্ডারগ্রাউন্ড অ্যান্ড ডকল্যান্ড লাইট রেলওয়ের (ডিএলআর) চলাচলে বিঘœ ঘটানোয় ‘তীব্র নিন্দা’ জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি বলেছেন, ‘বেআইনি এসব কাজ খুবই বিপজ্জনক, উল্টো ফলদায়ক এবং কর্মক্ষেত্রে যেতে গণপরিবহন ব্যবহারকারী লন্ডনের বাসিন্দাদের জন্য অহেতুক বাধা সৃষ্টিকারী। এমনিতেই চাপে থাকা পুলিশ কর্মকর্তাদের ওপরও এগুলো বাড়তি বোঝা হিসেবে আবির্ভূত হয়।’ পুলিশ জানিয়েছে, স্ট্র্যাটফোর্ড ও ক্যানিং স্টেশনে রেল চলাচলে বিঘœ ঘটানোর চেষ্টাকারী চারজনকে আটক করা হয়েছে। শ্যাডওয়েল স্টেশনের আরো চার বিক্ষোভকারীকে সরিয়ে নিতে বিশেষ একটি দল কাজ করছে বলেও জানিয়েছে তারা।


আরো সংবাদ



premium cement
অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২ দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল ২৫০০ তরমুজ ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান

সকল