১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সৌদি-ইরান বিরোধে মধ্যস্থতা করতে তেহরানে ইমরান খান

-

এক দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল রোববার ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তেহরানে তাকে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। ইসলামাবাদ জানায়, আঞ্চলিক শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার অংশ হিসেবে এ সফর করছেন তিনি।
ইরান ও সৌদি আরবের মধ্যকার চলমান উত্তেজনায় মধ্যস্থতা করতে এ সফরে গেছেন ইমরান খান। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরু করলে তেহরান ও রিয়াদের উত্তেজনা শুরু হয়। গত সেপ্টেম্বরে সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলার পর দুই দেশের উত্তেজনা তুঙ্গে ওঠে। ওই মাসে অনুষ্ঠিত জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনের পার্শ্ববৈঠকে ইরান-সৌদি বিরোধ নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
গত শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার উদ্যোগের অংশ হিসেবে ১৩ অক্টোবর তেহরান সফর করবেন ইমরান খান। এ সফরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে উপসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে আলাপ করবেন তিনি। এ ছাড়া কাশ্মির পরিস্থিতিও তাদের আলোচনায় আসতে পারে।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো তেহরান সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত এপ্রিলে প্রেসিডেন্ট হাসান রুহানির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইরান যান তিনি। ইরান সফরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রিয়াদ যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। সোমবার ইমরান খানের রিয়াদ সফরের কথা থাকলেও এ দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সৌদি আরব সফরের কথা রয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, সে কারণে এর বদলে আগামী সপ্তাহের কোনো এক দিন রিয়াদ সফর করবেন ইমরান খান।

 


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল