২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

  শতাব্দীর বৃহত্তম জালিয়াতি মামলায় বিচারের সম্মুখীন ২ ব্রিটিশ ব্যাংকার

-

বৃহত্তম কর জালিয়াতি মামলায় জার্মানির পশ্চিমের শহর বোনে বিচারের সম্মুখীন করা হয়েছে দুই ব্রিটিশ বিনিয়োগ ব্যাংকারকে। মার্টিন শিল্ডস ও নিকোলাস ডায়াবেল নামের এই দুই ব্যাংকার ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে কর জালিয়াতিতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সহায়তা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে একে ‘শতাব্দীর সবচেয়ে বড় জালিয়াতি’ বলে অবহিত করা হয়েছে। এ ছাড়া যুদ্ধ-পরবর্তী সময়ে এটি জার্মানির সবচেয়ে বড় জটিল কর মামলা হিসেবে সাব্যস্ত হয়েছে।
ইউরোপের বেশ কিছু দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে করদাতাদের অন্তত ৬০ বিলিয়ন ইউরো জালিয়াতিতে সহায়তা করেছেন ওই দুই ব্রিটিশ ব্যাংকার। তাদের এই লেনদেন ‘কাম-এক্স’ শেয়ার ট্রেডিং স্কিম’ নামে পরিচিত। ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনে যখন টালমাটাল অবস্থা তখন লন্ডনভিত্তিক দুই ব্যাংকারের জালিয়াতির এ মামলা দেশটিতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।


আরো সংবাদ



premium cement