১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

নিজেকে রক্ষার অধিকার সৌদির রয়েছে : পম্পেও

-

সৌদি আরবের নিজেকে রক্ষার অধিকারে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, ইরানের আচরণ সহ্য করা হবে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বেঠকের পর বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে এমন কথা বলেন মার্কিন শীর্ষ কূটনীতিক।
পম্পেও ও বিন সালমান ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসার গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন। তারা ঐকমত্যে পৌঁছেছেন যে, ইরানকে তাদের আক্রমণাত্মক ও বেপরোয়া স্বভাবের জন্য চরমমূল্য দিতে হবে।
সৌদি আরবের দু’টি তেল স্থাপনায় শনিবারের হামলার নিন্দা জানিয়ে এ ঘটনায় আরো তদন্ত করতে আন্তর্জাতিক বিশ্লেষকদের উপসাগরীয় দেশটিতে আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে এবং বৈশ্বিক তেল সরবরাহ ও অর্থনীতিকে ব্যাহত করতেই রাষ্ট্রীয় তেল স্থাপনায় এই হামলা। তা ছাড়া জেদ্দা যাওয়ার পথে সাংবাদিকদের পম্পেও বলেন, সৌদি তেল স্থাপনায় হামলা যুদ্ধের শামিল এবং এ হামলা চালিয়েছে ইরানিরা।


আরো সংবাদ



premium cement