২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আবারো শুরু হবে মেক্সিকোয় ৪৩ শিক্ষার্থী নিখোঁজের তদন্ত

-

পাঁচ বছর আগে ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পুনরায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে মেক্সিকো। বিক্ষোভে যোগ দেয়ার পথে কর্তৃপক্ষ তাদের গতিরোধ করার পর থেকেই নিখোঁজ রয়েছে এসব শিক্ষার্থী। বুধবার এই মামলার বিশেষ প্রসিকিউটর ওমর গোমেজ বলেছেন, আমরা আবারো শুরু করব। তারা (পূর্ববর্তী সরকার) যেসব অনিয়ম করেছে তার সবই দূর করা হবে।
শিক্ষার্থী অপহরণ ও সন্দেহভাজন হত্যার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে সাবেক প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সরকার। প্রসিকিউটররা বলে আসছেন, এসব শিক্ষার্থীকে একটি মাদক চক্র অপহরণ করে তাদের লাশ পুড়িয়ে ফেলা হয়। তবে কোনো চূড়ান্ত প্রমাণ সংগ্রহ করা যায়নি। তদন্তকারীরা কেবল এক শিক্ষার্থীর দেহাবশেষ শনাক্ত করতে সমর্থ হয়।
নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর বাবা ফেলিপি ডি ল্যা ক্রুজ স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে পাঁচ বছর ধরে আমাদের মিথ্যা গেলানো হয়েছে। প্রথম থেকে খারাপভাবে তদন্ত শুরু হওয়ায় আমরা গোড়া থেকে তদন্ত শুরুকে অগ্রাধিকার দিতে চাই। গত বছর এই ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করেন বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেস লোপেজ ওব্রাডোর।
এ ছাড়া এই ঘটনা তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও তদন্তের আওতায় আনা হয়। বিশেষ প্রসিকিউটর ওমর গোমেজ বলেন, এই ঘটনায় বিভিন্ন পর্যায়ের দায় বহন করা রাজনীতিবিদদের একটি দীর্ঘ তালিকা ধরে তদন্ত শুরু করা হবে।

 


আরো সংবাদ



premium cement