২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আমাজনে উন্নয়ন পরিকল্পনায় ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের ঐকমত্য

-

পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বনাঞ্চলে ব্যক্তি খাতের উন্নয়ন পরিকল্পনায় উৎসাহ দেয়ার বিষয়ে সম্মত হয়েছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ওয়াশিংটনে এক বৈঠকে এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। ব্যক্তি খাতের নেতৃত্বে আমাজনের জীববৈচিত্র্য রক্ষায় ১০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্তো আরাওজো বলেন, এই রেইনফরেস্ট রক্ষার একমাত্র উপায় অর্থনৈতিক উন্নয়নের জন্য তা উন্মুক্ত করে দেয়া। আমাজনে সাম্প্রতিক অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ব্রাজিলের ব্যর্থতার সমালোচনার নিন্দাও জানান তিনি।
গত মাসে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স জানিয়েছে, ২০১৯ সালে এ পর্যন্ত প্রায় ৭৪ হাজার দফায় অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এ বনভূমি। আগের যেকোনো সময়ের চেয়ে এবারের আগুন সবচেয়ে ভয়াবহ। এ আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় ব্রাজিলের উগ্র ডানপন্থী ও বাণিজ্যপন্থী প্রেসিডেন্ট জেইর বলসোনারোর নীতিকে দায়ী করছে আন্তর্জাতিক সম্প্রদায়। বন পুড়িয়ে বাণিজ্য সম্প্রসারণের নীতির জন্য নিজ দেশের পরিবেশবাদীদের কাছেও তোপের মুখে পড়েন তিনি। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে ব্রাজিল সরকারের নিষ্ক্রিয়তায় দেশটির সাথে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দেয় ইউরোপীয় ইউনিয়ন। ব্রাজিলিয়ান অর্থনীতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।
গত শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে বৈঠকের পর ব্রাজিলের বনমন্ত্রী আর্নেস্তো আরাওজো সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, ‘আমাজন অঞ্চলে উন্নয়নের উদ্যোগে আমরা একত্র হতে চাই। আমরা বিশ্বাস করি বন রক্ষায় এটাই একমাত্র পথ। সে কারণে আমাদের নতুন উদ্যোগ দরকার, নতুন উৎপাদনমুখী উদ্যোগ দরকার, যাতে কর্মসংস্থান তৈরি হবে, আমাজনের বাসিন্দাদের জন্য রাজস্ব আহরিত হবে। আর সেসব কারণেই যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ব্রাজিল আমাজনে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নয় বলে দাবি করা হচ্ছে তা মিথ্যা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, জীববৈচিত্র্য তহবিলের মাধ্যমে আমাজনের যেসব এলাকা এখনো দুর্গম সেখানে ব্যবসায়ে সহায়তা করা হবে। তিনি বলেন, গত মার্চে আমাদের প্রেসিডেন্টরা যেসব বিষয়ে একমত হয়েছিলেন তা অনুসরণ করবে ব্রাজিল ও আমেরিকার দল। আমার ১০ কোটি ডলার ছাড় করতে যাচ্ছি, যা ১১ বছর আমাজনে জীববৈচিত্র্য তহবিল রক্ষায় প্রভাব ফেলবে আর এই প্রজেক্টের নেতৃত্ব দেবে ব্যক্তি খাত। গত শুক্রবার ব্রাজিল থেকে গরুর গোশত ও সয়াবিন আমদানি নিষিদ্ধ করতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান জানিয়েছে ফিনল্যান্ড। আমাজনে আগুন নিয়ন্ত্রণে ব্রাজিলের ওপর চাপ সৃষ্টিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী

সকল